ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অধ্যাপক মোঃ ইউনুসের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, মিলাদ মাহফিল
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং
Published : Sunday, 27 March, 2022 at 3:42 PM, Update: 27.03.2022 4:06:49 PM
অধ্যাপক মোঃ ইউনুসের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা,  মিলাদ মাহফিল শনিবার ২৬ মার্চ সকালে  কুমিল্লা -৫ আসনের ( বুড়িচং -ব্রাহ্মণপাড়া) সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ ইউনুসের ( ৫ বারের এমপি)   প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এক স্মরণ সভা,  মিলাদ মাহফিল,  দোয়া   অনুষ্ঠিত হয়েছে। 
সাবেক এনপি অধ্যাপক মোঃ ইউনুসের জীবদ্দশা নিয়ে আলোকিত তার জীবন বৃত্তান্ত মূলক আলোচনা করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পিপি অ্যাড.আ,হ,ম, তাইফুর আলম। 
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন। 
স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য  ডা. নজরুল ইসলাম শাহীন, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন। 
অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেঃ মফিজুল ইসলাম ভূইয়া, অ্যাড.এরশাদুল হক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ মেম্বার, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. নওশের আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন মেম্বার,  বিএনপি নেতা এম হুমায়ুন কবির, ষোলনল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামাল হোসেন চৌধুরী, সহ-সভাপতি মোঃ মনির হোসাইন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সাধারণ সম্পাদক মোঃ নাজির মাহমুদ নছির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রহিম খান লিটন,  সদস্য সচিব আব্দুল আলিম,  স্বেচ্ছাসেবক দল নেতা কবির হোসেন। 
আরও উপস্থিত ছিলেন   রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশীদ, উপজেলা কৃষক দলের নেতা মোঃ মানিক মিয়া, ষোলনল ইউনিয়ন যুবদল নেতা ইকরাম হোসেন,যুবদল নেতা  মোঃ রহমত আলী, স্বপন আহাম্মদ পাখি, উপজেলা ছাত্র দল সদস্য মামুনুর রশীদ, ফয়সাল আহাম্মদ, হৃদয় হাসান, জাহিদ হাসান, আল আমিন, সুজন, বাদল রানা, বিল্লাল হোসেন, সাব্বির হোসেন, রাসেল মাহমুদ, জিয়ান, প্রিন্স বাহাদুর প্রমুখ। 
আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্তাবধানে ও পরিচালনায় ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দোলন। 
অনুষ্ঠান শেষে মরহুম সাবেক এমপি অধ্যাপক মোঃ ইউনুসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন স্হানীয় মসজিদের পেশ ইমাম। 
আলোচনা সভার পূর্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সমন্বয়ে একটি বড় মিছিল মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা  নিবেদন করেন। পরে দিবসটি  নানা কর্মসূচির  মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।