শিরোনাম: |
হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
|
শফিকুল ইসলাম পলাশ, হোমনা ||
কুমিল্লার হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রুমন দে’র সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়। সভায় করোনা প্রতিরোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা, চুরি, ডাকাতি মাদকের ব্যবহার রোধ এবং স্পর্শকাতর স্থানগুলোতে পুলিশের নৈশকালিন পেট্রোল জোরদারকরণ, বাল্যবিয়ে, যানজট, সদরের রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, হোমনা উপজেলা প্রেসকাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক মো. কামাল হোসেন, উইনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, জালাল উদ্দিন পাঠান, জসিম উদ্দিন ওসদাগর, নাজিরুল হক ভূঁইয়া, খন্দকার মো. জালাল উদ্দিন, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম, দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুছ ছাত্তার আল কাদেরী প্রমুখ। |