শিরোনাম: |
কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির কার্যকরী কমিটিকে সংবর্ধনা ও বিশেষ সাধারণ সভা
|
![]() বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল বারী সরদার (বারেক) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ এডভোকেট মোঃ আবদুল মমিন ফেরদৌস এবং বিশেষ অতিথি ছিলেন- জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি বিজ্ঞ এডভোকেট মোঃ সুলতান আহমেদ (৩), সহ-সভাপতি বিজ্ঞ এডভোকেট মোঃ জহিরুল হক, সাধারণ সম্পাদক বিজ্ঞ এডভোকেট মোঃ সামছুর রহমান ফারুক, সহ-সাধারণ সম্পাদক বিজ্ঞ এডভোকেট মোঃ তৌহিদুর রহমান, লাইব্রেরী সেক্রেটারি আনোয়ারুল হক দিপু, এনরোলমেন্ট সেক্রেটারি বিজ্ঞ এডভোকেট মোঃ এনামুল হক সরকার, সহ-এনরোলমেন্ট সেক্রেটারি বিজ্ঞ এডভোকেট মোঃ ইয়াসিন তালুকদার, রিক্রিয়েশন সেক্রেটারি বিজ্ঞ এডভোকেট মোঃ জামিল আহমেদ রাতুল এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য বিজ্ঞ এডভোকেট মোহাম্মদ মনির হোসাইন, বিজ্ঞ এডভোকেট মো: জামাল হোসেন ও বিজ্ঞ এডভোকেট মো দিদারুল হক চৌধুরী। এ ছাড়াও বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদ সভাপতি মোহাম্মদ নূর মিঞা, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সহ-সভাপতি মোঃ আবু বকর সিদ্দিকী ও মোঃ জাহাঙ্গীর হোসেন এবং বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সচিব মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার প্রায় তিন শতাধিক সদস্য। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কুমিল্লা জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম এবং পবিত্র গীতা পাঠ করেন- বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী বাবুল চন্দ্র মজুমদার। এরপর বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কুমিল্লা জেলা শাখার সকল মৃত সদস্যগণের রুহের মাগফেরাত কামনা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন শেষে জাতীয় সংগীত পরিবেশন করেন- ভাউল শিল্পী হারুনুর রশীদ ও তাঁর দল। সভায় বক্তারা বলেন- বিচারপ্রার্থী মানুষগুলো যেন হয়রানীর শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বক্তারা আরো বলেন- লাইসেন্সধারী আইনজীবী সহকারী ব্যতিত কোন বাটপার ও দালাল কুমিল্লা আইন অঙ্গনে বিচরণ করলে তাঁদেরকে চিহ্নিত করে আইনের আওয়াত এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। |