শিরোনাম: |
কুমিল্লায় শেষ হল ১০ দিনব্যাপী ফরিদ গ্রুপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা
|
![]() কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কুমিল্লার সন্তান কবিরুল ইসলাম শিকদার, কুমিল্লা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কোষাধ্যক্ষ মো. মো. জহিরুল হক জেন্টু, জাতীয় পর্যায়ে রানার্সআপ ব্যাডমিন্টন খেলোয়াড় সেলিনা পারভীন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আবদুস ছোবহান খন্দকার সেলিম। এতে ৪০ বছরের উপরের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন শ্যামল দাস- নজরুল ইসলাম রানাসআপ মামুন তাহের - আনিসুর রহমান। ৪০ বছরের নীচে চ্যাম্পিয়ন হয়েছেন সুলতান আহমেদ - মো. রায়হান রানার্সআপ রাকিব হাসান- সুজন সাহা। দম্পতিদের মধ্যে চ্যাম্পিয়ন রাকিব হাসান - তাবাসসুম সুলতানা, রানাসআপ মো. রাফি - রুনা আক্তার। এ ছাড়া এতে বেষ্ট প্রমেজিং খেলোয়াড় হয়েছেন সজীব চন্দ্র কর্মকার, ম্যান অব টুনামেন্ট সুলতান আহমেদ। এর বাইরে মিশ্র বিভাগে আরও দুজনকে পুরষ্কার দেওয়া হয়। কুমিল্লা জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ফরিদ গ্রুপের পরিচালক মো. জহিরুল হক জেন্টু বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে প্রতিযোগিতায় ৭২ জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে ১৬ জন অংশ নেয়। ফরিদ গ্রুপ এই ধরনের কার্যক্রমে আগামীতেও জড়িত থাকবে।’ |