বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
২০ অগ্রহায়ণ ১৪৩১
সড়কে ঝরল ১৩ প্রাণ
প্রকাশ: শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২৩.০১.২০২১ ১:১০ এএম |

সড়কে ঝরল ১৩ প্রাণদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সাত জন মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ও শুক্রবারে ঘটা এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে,  মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের অংশে শিবচরের পাঁচ্চর পাড় হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
শিবচরের হাইওয়ে থানার ওসি সোহরাব আহমেদ মজুমদার জানান, বরিশালের উজিরপুর থেকে ঢাকা যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। শিবচরের পাঁচ্চর পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় যানটি। এতে অ্যাম্বেুলেন্সে থাকা রোগী খাদিজা বেগম (৫৫) ও মেহেদী হাসান (১৭) ঘটনাস্থলেই মারা যান।
ওসি জানান, আহত তিন জনকে উদ্ধার করে প্রথমে শিবচরের রয়েল হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকও আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, বিকল হওয়া একটি পিকআপ ভ্যান মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় উত্তরবঙ্গগামী একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা শিশুসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের আতাইকুলার দুবলিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন– সুজানগর পৌর সদরের আব্দুল বারেকের স্ত্রী আরিফা সুলতানা (৪৫) ও একই এলাকার মনা কুন্ডুর ছেলে ঝন্টু কুন্ডু (৬০)। আহতরা হলেন– আব্দুল কাদের (৫৫), তার স্ত্রী রওশন আরা রেণু (৪৫) ও নিহত আরিফা সুলতানার স্বামী আব্দুল বারেক (৫৫)। তাদের সবার বাড়ি সুজানগরে। তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কের মহেশপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই খালাতো ভাই হলেন– প্রীতম গুপ্ত (২৫) ও শুভজিত গুপ্ত সুপ্রিয় (১৮)। প্রিতম গুপ্ত কুড়িগ্রাম জেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরি করেন। এ দুর্ঘটনায় পৃথিবী রায় (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের প্রতিবেশী প্লাবন গুপ্ত জানান, বৃহস্পতিবার বিকালে শুভজিত ও পৃথিবী মোটরসাইকেল নিয়ে কুড়িগ্রাম যান। সেখান থেকে প্রিতমকে সঙ্গে নিয়ে তারা ফুলবাড়ীতে ফেরত আসেন। রাত সাড়ে ১১টার দিকে তারা তিন জন মোটরসাইকেলে মধ্যপাড়া এলাকায় গিয়ে আবার ফুলবাড়ী ফেরার পথে মহেশপুরে আখবোঝাই একটি ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয়।
ঝিনাইদহে ট্রাকের চাপায় রিপ্তি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকালে শহরের হামদহ ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দুর্ঘটনাস্থলে গতিরোধক দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। নিহত রিপ্তি বেগম সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের তাহিজুল ছিদ্দিক আলীর মেয়ে।
খুলনায় বালিয়াখালী ব্রিজের কাছে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পিকনিকের বাসের চাপায় একটি মোটরসাইকেল ভেঙে গুঁড়ো হয়ে গেছে। মোটরসাইকেল চালক জাহিদ খান (২৪) নিহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটিকে চাপা দেওয়ার পর বাসটি মহাসড়কের পাশের খালে নেমে যায়।
পুলিশ ওই বাস জব্দ করেছে। এর চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসে থাকা পিকনিক যাত্রীরা অক্ষত রয়েছেন।
মেহেরপুর জেলা শহরের কলেজ মোড় এলাকায় বাসের ধাক্কায় মারুফি খাতুন নামে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্বামী গোলাম মোস্তফা। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি সদর উপজেলার আমদাহ গ্রামে। আহত গোলাম মোস্তফাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় সদর থানা পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল রুবেল হোসেন (২৫) নিহত হয়েছেন। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঁশতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল কালিয়াকৈর উপজেলার সিনাবহ (খন্দকার পাড়া) এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।
নরসিংদীতে স্বামীর মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন বিলকিস বেগম (৪৫)। নরসিংদী শহরের ভেলানগর এলাকায় মোটরসাইকেলটি মেরামতের পর বাড়ি ফেরার পথে বানিয়াছল এলাকার ডায়াবেটিস হাসপাতালে যাওয়ার উদ্দেশে রওনা দেন তারা। কিন্তু, ভেলানগর পার হওয়ার আগেই কাভার্ড ভ্যানের চাপায় বিলকিস নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্বামী মো. মান্নান মিয়াও আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর জেলখানার মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের তারগাঁও গ্রামে।












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২