শিরোনাম: |
করোনা ভ্যাকসিন পরিবহনে বিশেষ ধরনের ট্রাক
|
![]() করোনা ভ্যাকসিন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে যে ট্রাক ব্যবহার করা হবে তাতে তাপমাত্রা ও ওজন নির্ধারিত থাকবে। ফলে সাধারণ ট্রাকে ভ্যাকসিন পৌঁছে দেয়া যাবে না। রেফ্রিজারেটেট ট্রাক সেই হিসেবে এর ডিজাইন করা হয়েছে। এ রেফ্রিজারেটেড ট্র্যাক বিভিন্ন প্রকারের হবে। ইন্টারমিডিয়েট কমার্শিয়াল ভেহিকেল ও মিডিয়াম কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্ট-এ এই ট্রাক ভ্যাকসিন বহন করবে। অর্থাৎ, শুধু ট্রাক নয়, রেফ্রিজারেটেড ভ্যানও ভ্যাকসিন পৌঁছে দেয়ার কাজ করবে। টাটা মটরস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যাকসিন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়ার জন্য ভারত সরকারকে সহায়তা করতে পেরে তারা গর্বিত। ইনসুলেটেড ভ্যাকসিন ও রেডি টু ইউজ রিফার্স ভারতের যে কোনো প্রান্তে থাকা গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে তাদের রেফ্রিজারেটেট ট্রাক। |