বুড়িচং থানা পুলিশের
অভিযানে মাদক
মামলার ওয়ারেন্টি
আসামী গ্রেফতার
করা হয়েছে।
বুড়িচং থানার
অফিসার ইনচার্জ
মো. মোজাম্মেল
হক পিপিএম
জানান- সোমবার
২৫ জানুয়ারি
বিকেলে বুড়িচং
থানার সেকেন্ড
অফিসার এসআই
সুজয় মজুমদার,
এসআই মেজবাহুল
হক সঙ্গীয়
ফোর্স নিয়ে
অভিযান
চালায়। এসময়
মাদক মামলার
পলাতক আসামী
মো. এরশাদ
হোসেনকে তার
নিজ বাড়ী
থেকে গ্রেফতার
করা হয়।
তার বিরুদ্ধে
বুড়িচং থানায়
মাদক আইনে
জিআর/১৭৪/১৯, ধারা:
মাদকদ্রব্য নিয়ন্ত্রকে ২০১৮ এর ৩৬
৯১(১)
এর ১০
(ক)।
গ্রেফতারকৃত ওই আসামী বুড়িচং উপজেলার
রাজাপুর ইউনিয়নের
শংকুচাইল গ্রামের
মৃত: আব্দুল
হালিমের ছেলে।