শিরোনাম: |
কুমিল্লার মাঠে ঘাম ঝরিয়েছে মোহামেডান
|
![]() এদিকে ঢাকার বাইরে আবাহনী-মোহামেডানের খেলা হচ্ছে এই প্রথম। মাঠের কন্ডিশন আর গত ম্যাচের দর্শক নিয়ে সন্তুষ্ট মোহামেডান কোচ। জানালেন জাতীয় স্টেডিয়ামের চেয়ে কুমিল্লার মাঠ খেলার জন্য ভালো। সব কিছু নিয়ে হোম গ্রাউন্ড হিসেবে কুমিল্লাকে ভালো লেগেছে তার। এদিকে চোট পেয়েছে মোহামেডানের কাপ্তান উরু নাগাতা। গোলকিপার সুজনও আছে চোট নিয়ে অস্বস্তিতে। তবে তাদের কাল খেলা নিয়ে কোন সংশয় নেই জানালো মোহামেডানের অধিনায়ক। অনুশীলনে অধিনায়ককে খুব একটা দেখা না গেলেও বড় ম্যাচ হিসেবে আবাহনীকে শক্ত প্রতিপক্ষ মনে করছে উরু। ঢাকার বাইরে এই প্রথম কোন জেলা হিসেবে কুমিল্লায় খেলা হচ্ছে আবহনী বনাম মোহামেডানের জায়ান্ট ম্যাচ। এই ম্যাচে ভরপুর দর্শক উপস্থিতি প্রত্যাশা করছে টুর্নামেন্ট সংশ্লিষ্টরা। |