শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
দেবীদ্বারে বেদে পল্লীর শিশুদের মাঝে শিক্ষার উপকরণ ও শীত কম্বল বিতরণ
প্রকাশ: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১, ৫:৪৮ পিএম |

দেবীদ্বারে বেদে পল্লীর শিশুদের মাঝে শিক্ষার উপকরণ ও শীত কম্বল বিতরণদেবীদ্বার বেদে জনগোষ্ঠী সমাজ কল্যাণ সংগঠন’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষার উপকরণ ও শীত কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রমের বেদে পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেবীদ্বার, জাফরগঞ্জ, বারেরা গ্রামের বেদে পরিবারের শতাধিক শিশুর শিক্ষার উন্নয়নে আদর্শ লিপি বই, স্লেট ও চক বাক্স এবং ৫০ শীতার্থ পরিবারের মাঝে শীত কম্বল বিতরণ করেন।
‘দেবীদ্বার বেদে জনগোষ্ঠী সমাজ কল্যাণ সংগঠন’র সভাপতি বেদে সর্দার আলাউদ্দিন ওঝা’র সভাপতিত্বে এবং বেদে নেতা আদম হোসেন’র স ালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, সাংবাদিক এ,বি,এম আতিকুর রহমান বাশার, প্রভাষক কাজী মনিরুল হক, আ’লীগ গুনাইঘর ইউপি সাধারন সম্পাদক ওবায়দুল হাসান রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মো. শফিউল আলম রাজিব, মো. জহিরুল ইসলাম, বেদে নেতা মো. ফিরুজ মিয়া ওঝা, মো. শাহজাহান ওঝা প্রমূখ।
আলোচকরা বলেন, আমাদের গ্রাম বাংলার শত শত বছরের সাংস্কৃতিক অঙ্গনে ঐতিহ্যবহনকারী বেদে সমাজ আজ বিলুপ্তির পথে। তাদের নিজস্ব কোন আবাসন ছিলনা। নৌকাই তাদের জীবন- জীবীকার একমাত্র ভরসা ছিল, নদী-নালা, খাল-বিলের পাশে অ¯’ায়ি নৌকার বাচাইর ন্যায় ছোট ছোট ঘর নির্মান করে গদাগদী থাকতে হত। শিক্ষার সুযোগ ছিলনা, নাগরিকত্বের অভাবে রাষ্ট্রের কোন সুযোগ ছিলনা। বিয়ে-সাদী দেয়া বা করানো নিজেদের বাহিরে অন্য সমাজে সুযোগ ছিলনা। আজ নদী-নালা, খাল- বিল শুকিয়ে গেছে, নৌকায় জীবীকা নির্বাহের পথ রুদ্ধ হয়ে গেছে।
বলেন, আমরা এক সময় শাপের খেলা দেখিয়ে, শাপ তোলা, শাপের বিষ নামানো, সিঙ্গা লাগানো, কবিরাজী কায়দায় দাতের পোক খোলা সহ নানা কাজে জীবীকা নির্বাহ করতাম। কেউ কেউ ঝার-ফুক সহ নানা মুখরোচক মন ভোলানো বক্তব্য দিয়ে গ্রামের সহজ সরল মানুষগুলো থেকে অর্থ উপার্জন করতাম, এখন মানুষ সচেতন, মুখরোচক মন ভোলানো লক্ষিণধরের কি”ছা- কাহিনী, শ্লোক শোনিয়ে, তাবিজ- টোনার উপকারিতা দেখিয়ে মন গলিয়ে অর্থ আয় করা সম্ভব হ”েছনা। তাই আদি পেশা থেকে সরে গিয়ে নানা মনোহরী সামগ্রী নিয়ে হকারী, রিক্সা, ভেন চালিয়ে, দিনমজুরী করে জীবীকা নির্বাহ করতে হ”েছ।
বর্তমান সরকার নৃ-গোষ্ঠীর উন্নয়নে নানা কর্মসূচী হাতে নিয়েছে। নাগরিকত্ব প্রদান, আবাসন, শিক্ষা, স্বা¯’্য, কর্মসং¯’ান সহ উপকারভোগী নানা ভাতার ব্যব¯’া করেছে। এখন আর নদী-নালা, খাল-বিলের শেওলার মতো ভাসমান থাকতে হ”েছনা। আমরা এখন অনেকদূর এগিয়ে যাছি।  তবে দেবীদ্বারের নৃ-গোষ্ঠীর কয়েকশত পরিবার এখনো আবাসনের সুযোগ থেকে বি ত। আজকের এ অনুষ্ঠান ¯’লেও ভাড়া জায়গায় ১৫টি পরিবার আবাসন হিসেবে ছোট ছোট অ¯’ায়ী খুপরি নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হ”েছ। আমরা ¯’ায়ী আবাসন চাই, ¯’ায়ী আবাসন পেলে আমাদের ভবিষ্যত প্রজন্মের শিশুদের শিক্ষার আলো দেখাতে পারব। সেই প্রত্যাশাই শিশুদের হাতে আদর্শলিপী বই, স্লেট, চক-পেন্সিল তুলে দিয়েছি।












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft