শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
৬ পৌষ ১৪৩১
কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন
৫৩ প্রার্থীর মনোনয়ন জমা
প্রকাশ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৯.০২.২০২১ ২:০৬ এএম |

৫৩ প্রার্থীর মনোনয়ন জমা তানভীর দিপু: জাঁকজমকপূর্ন পরিবেশে কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে গতকাল শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়ন জমা। একই দিনে করা হয়েছে মনোনয়ন জমা দেয়া প্রার্থীদের যাচাই বাছাই। ১৭ টি পদের জন্য ৩টি প্যানেল ও স্বতন্ত্রসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে। ২২ ফেব্রুয়ারি প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে।  
মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে আওয়ামীলীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ‘সভাপতি- আহসান উল্যাহ খন্দকার ও সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর আলম’ প্যানেল এবং আওয়ামীলীগের ‘বিদ্রোহী’ প্যানেল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ‘সভাপতি- গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক- নুরুল আফসার মিজান’ প্যানেল তাদের মনোনয়ন জমা দেয়। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম/পরিষদের ‘সভাপতি - শরীফুল ইসলাম এবং সধারণ সম্পাদক পদে- শহিদুল্লাহ’ প্যানেল থেকেও জমা দেয়া হয়েছে মনোনয়ন পত্র।
তবে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ইসলাম ইবনে শাইখ নামে এক আইনজীবী স্বতন্ত্র প্রার্থী এবং সদস্য পদে মানিক চন্দ্র ভৌমিক স্বতন্ত্র মনোনয়ন জমা দিয়েছেন।    
এবারই প্রথম আওয়ামীলীগের দুইটি প্যানেল কুমিল্লা আইনজীবী সমিতি চেয়ারের জন্য লড়বে। একই সাথে প্রতিদ্বন্দীতায় আছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ/ফোরাম। ত্রিমুখী লড়াইয়ে কুমিল্লা বার নির্বাচনে এবারের উত্তেজনা যেন ভিন্ন। একই দলের একাধিক প্যানেল আর বিপরীতে অন্যদলের স্বতন্ত্র প্যানেল এই নিয়ে আলোচনা আর আড্ডায় একটু বেশিই ব্যস্ততা সাধারণ আইনজীবীদের। মনোনয়ন জমা দেয়ার পর পরই নিজ নিজ প্যানেল নেতৃবৃন্দকে সাথে নিয়ে জনপ্রিয়তা জানান দেয় তিন প্যানেলের প্রার্থীরাই। ভোটারদের মন জয়ে চলছে ‘ম্যান টু ম্যান’ প্রচারণাও। লিফলেট আর পরিচিতি কার্ড ইতিমধ্যে দেখা গেছে আইনজীবীদের টেবিলে টেবিলে।
আগামী ১১ মার্চ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২১-২২ এর নির্বাচনে ১ হাজার ৮৩ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
বৃহস্পতিবার বিকালে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাড. সামছুর রহমান, এ্যাড. তৌহিদুর রহমান এবং এ্যাড. আনোয়ারুল হক মনোনয়ন জমা নেয়া শেষে যাচাই বাছাই করেন। তবে খসড়া তালিকা ২২ তারিখ সোমবার ‘অফিশিয়ালি’ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।  
তবে তিনটি প্যানেল সূত্রে জানা গেছে,
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল: সভাপতি আহছান উল্লাহ খন্দকার, সহ-সভাপতি মোঃ শাহ আলম-১, সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম-২, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভুইয়া, সহ-সাধারণ সম্পাদক খন্দকার মারুফ, কোষাধ্যক্ষ মোঃ আমির হোসেন খান, সেক্রেটারী লাইব্রেরী হালিমা বেগম, সেক্রেটারী এনরোলমেন্ট নবেন্দু বিকাশ দোলন, সহ-সেক্রেটারী এনরোলমেন্ট তাহমিনা মুজাহিদ, সেক্রেটারী রিক্রিয়েশন সাহাব উদ্দিন, সদস্য মোঃ কামাল হোসেন(মির্জা কামাল), কৌশিক সরকার, সাইফুর রহমান, মোহাম্মদ আবদুল হান্নান, মোহামম্মদ আবু কাউসার, মোতাহার হোসেন চৌধুরী ও তাহমিনা বেগম।   

৫৩ প্রার্থীর মনোনয়ন জমা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ: সভাপতি- গোলাম ফারুক, সহ-সভাপতি- শামীম আরা চৌধুরী, রতন কুমার দাস, সাধারণ সম্পাদক- নুরুল আফসার মিজান, সহ-সাধারণ সম্পাদক- মোঃ জাফল উল্লাহ ভুাইয়া, কোষাধ্যক্ষ- এ এস এম রফিকুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক- মোশারফ হোসেন টিটু, রিক্রিয়েশন এন্ড কালচারাল সম্পাদক-খাইরুল আনাম পটু, এনরোলমেন্ট সম্পাদক-মোঃসেহাবুল ইসলাম দিপু, সহ এনরোলমেন্ট সম্পাদক- সুবীর নন্দী বাবু, সদস্য- মোঃ জলিল আহমেদ, কাজী ফয়সল আহমেদ খাঁন, মোঃ আনোয়ারুল হক, মকবুল হোসেন, মমিনুল হক, এনামুল হক কাজল, সালাহউদ্দিন আহম্মেদ

৫৩ প্রার্থীর মনোনয়ন জমা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ/ ফোরাম:  সভাপিত মোঃ শরিফুল ইসলাম, সহ-সভাপতি আবদুল বারী, সহ সভাপতি ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সহিদ উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ সাগর, কোষাধ্যক্ষ মোঃ ইফতেখার হোসেন, সেক্রেটারী লাইব্রেরী মোঃ রফিকুল ইসলাম মজুমদার, সেক্রেটারী এনরোলমেন্ট আবদুস সবুর, সহ-সেক্রেটারী এনরোলমেন্ট মোঃ সাইফুর রহমান সায়েম, সেক্রেটারী রিক্রিয়েশন বিল্লাল হোসেন ভুইয়া, সদস্য পদে-  মোঃ নুরুল ইসলাম, মনিবুর রহমান চৌধূরী, মোঃ একেএম হাছানুল হক, মোঃ ছাদেকুর রহমান, এএসএম সাইফুল ইসলাম, ফারহানা সেলিম,  সাহিদা বেগম।   












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২