শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
সূচক ও লেনদেন বেড়ে সপ্তাহ শুরু
প্রকাশ: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম |

সপ্তাহের প্রথম দিন রোববার লেনদেন ও সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘সর্বাত্মক লকডাউন’ শুরুর পর রোববার ছিল দ্বিতীয় লেনদেন। এই দুই দিনই সূচক বেড়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২১ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৩১ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে।
এই বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। রোববার ৬০২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৫৫৬ কোটি ৪২ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, আর কমেছে ১৬৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৮০টির দর।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১১ দশমিক ৫৪ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪০ দশমিক ২৬ পয়েন্টে।
ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি  বেক্সিমকো লিমিটেড, বিডি ফাইন্যান্স, বিএটিবিসি, লংকাবাংলা, রবি, লাফার্জ, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আরডি ফুড ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স।
দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি - প্রাইম ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট, আরডি ফুড, বে-লিজিং, সেন্ট্রাল ফার্মা, প্রভাতী ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, সিএপিএম আইবিবিএল ইসলামি মিঃ ফাঃ ও লংকাবাংলা ফাইন্যান্স।
দাম কমার তালিকার শীর্ষ ১০টি কোম্পানি - রহিমা ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এমবিএল ফার্স্ট মিঃ ফাঃ, মীর আকতার হোসেন, জনতা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামি ব্যাংক, খান ব্রাদার্স পিপি, গ্রিন ডেল্টা মিঃ ফাঃ ও জুট স্পিনার্স।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪১৩ দশমিক ৭৯ পয়েন্টে।
সিএসইতে রোববার ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৯ কোটি ২৮ লাখ টাকা।
এ বাজারে লেনদেন হয়েছে ২০৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।
 












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft