বশিরুল
ইসলাম: করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে কুমিল্লা জেলা
পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বিকালে
কুমিল্লা জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন মানুষদের মাঝে মাস্ক, হ্যান্ডওয়াশ,
সাবানসহ এসব স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান
অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল আবু তাহের।
স্বাস্থ্যসামগ্রী বিতরণ শেষে
কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অব:) আবু তাহের
সাংবাদিকদের জানান, কুমিল্লা জেলা পরিষদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের
আর্থিক সহযোগীতায় ও প্রধানমন্ত্রীর নির্দেশে ৩০হাজার মাস্ক ও ১৫হাজার
হেক্সিসল, হ্যান্ডওয়াশ ও সাবান ক্রয় করে কুমিল্লা জেলার ১৭টি উপজেলার
দরিদ্র এবং খেটে খাওয়া মানুষদের মাঝে জেলা পরিষদের সদস্য এবং উপজেলা
নির্বাহী অফিসারদের সহায়তায় ৪৫ লাখ টাকার স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা
হয়েছে। তিনি আরো জানান, যেহেতু করোনা সংক্রমন চলমান রয়েছে সেহেতু শীঘ্রই
জেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে জেলার দরিদ্র ও খেটে খাওয়া মানুষের
মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করাহবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা
পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: হেলাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা এনামুল
হক, উপ-সহকারি প্রকৌশলী শরীফুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সেলিম
আহমেদ, প্রধান সহকারী মোহাম্মদ আনিছ উদ্দিনসহ প্রমুখ।