নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় পঞ্চম ধাপে ১৩ হাজার ২ শ ডোজ মর্ডানার ভ্যাকসিন এসে
পৌছেছে। গত শনিবার রাতে জেলা ভ্যাকসিন সংরক্ষণাগারে কুমিল্লা জেলা
প্রশাসন, পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা এই ভ্যাকসিন
কার্টুনগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহন করেন। এসময় জেলা ভ্রাকসিন রিসিভ কমিটির
প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আফজালুর রহমান, জেলা সিভিল সার্জন
কার্যালয়ে ম্যাডিকেল অফিসার সৌমেন রায় এবং জেলা প্রশাসক কার্যালয়ের
প্রতিনিধি নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল হক উপস্থিত ছিলেন। এর আগে গত
শুক্রবার কুমিল্লায় সিনোফার্মের ৭৮ হাজার ৪ শ ডোজ ভ্যাকসিন আসে। এপর্যন্ত ৫
লাখ ৩৫ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। এরমধ্যে ভারতীয় কোভিশিল্ড ৪ লাখ ২৯
হাজার ডোজ এবং চীনা সিনোফার্ম এর ১ লাখ ৬ হাজার ডোজ এবং মডার্নার ১৩ হাজার
২শ ডোজ।
জানা গেছে, কুমিল্লা সিটির বাসিন্দারা মডার্নার টিকা পাবেন এবং
সিনোফার্ম এর ভ্যাকসিন গুলো কুমিল্লার বিভিন্ন উপজেলাগুলোতে পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, দু’একদিনের মধ্যে এই
ভ্যাকসিন গুলো নিবন্ধনকারীদের মধ্যে দেয়া শুরু হবে। সরকারি নির্দেশনা আসলেই
গণটিকা প্রদান কার্যক্রম শুরু হবে।
এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে
সাথে ভ্যাকসিন নিয়েও মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে দিন দিন। সিটি কর্পোরেশন
ছাড়াও বিভিন্ন উপজেলার বাসিন্দারাও টিকা নিয়ে খোঁজ খবর নিচ্ছেন নিয়মিত।
সবচেয়ে বেশি আগ্রহীরা হলেন বিদেশগামীরা, সিভিল সার্জন কার্যালয় ও বিভিন্ন
মাধ্যমে তারা টিকা নেবার নির্দেশিকা নিয়ে জানতে চাচ্ছেন।
এদিকে গতকাল
বিকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের
সাথে এক মতবিনিময় সভায় জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও জেলা
প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, ইতিমধ্যে ভ্যাকসিনের জন্য সুরক্ষা
এ্যাপসে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক যারাই
ভ্যাকসিন নেয়ার মত যোগ্য তারা যেন নিবন্ধন করেন এবং দু’একদিনের মধ্যে টিকা
কার্যক্রম শুরু হলে নিকটস্থ কেন্দ্রে গিয়ে টিকা নিয়ে নেন।