বুধবার ১৩ নভেম্বর ২০২৪
২৯ কার্তিক ১৪৩১
পাওনা টাকার দ্বন্দ্বেই খুন হন দেলোয়ার
খুনি লক্ষণ আটক
প্রকাশ: সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২৩.০৮.২০২১ ১:১২ এএম |

পাওনা টাকার দ্বন্দ্বেই খুন হন দেলোয়ারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ময়নামতি টিপরা বাজারের একটি সেলুনে নৃশংস হত্যাকা-ের শিকার ভাঙারি ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ঘাতক সেলুন মালিক লক্ষণ চন্দ্র শীলকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ আগস্ট) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার চিতৌশি এলাকা থেকে খুনি লক্ষণকে আটক করা হয়। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই দেলোয়ারকে সেলুনে ডেকে এনে গলা ও পা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত শুক্রবার (২০ আগস্ট) রাতে ‘লক্ষণ হেয়ার কাটিং’ নামের ওই সেলুন থেকে দেলোয়ারের গলা ও পা কাটা বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়। নিহত ভাঙ্গারী ব্যবসায়ী দেলোয়ার ব্রাহ্মণবাড়িয়া সরাইল এলাকার জাহের আলীর ছেলে। ঘটনার পরপরই সেলুনটির মালিক লক্ষণ চন্দ্র শীল পালিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি তার। হত্যাকা-ের ৩০ ঘন্টার মধ্যেই ধরা পড়েন পুলিশের হাতে।
বিষয়টি নিশ্চিত করে পিবিআই এর পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, দেলোয়ারের কাছে পাওনা ৩লক্ষ টাকা নিয়ে বেশকিছু দিন ধরেই দ্বন্দ্ব চলছিলো তাদের মধ্যে। লক্ষণের বক্তব্য অনুযায়ী পাওনা টাকা না দিয়ে উল্টো হুমকি ধমকি দেয়ার জেরেই দেলোয়ারকে ফোনে ডেকে এনে সেলুনে বসিয়ে বডি ম্যসেজ শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নৃশংস ভাবে হত্যা করে।
তিনি আরো জানান, রাতে হত্যার পর লাশ বস্তায় ভরে ভোররাতে দোকানের বাইরে দিয়ে তালা লাগিয়ে আমতলি তার নিজের বাড়ির উঠানে মাটির নিচে গর্ত করে নিহত দেলোয়ারের ব্যবহৃত মোবাইল ফোন দুটি লুকিয়ে রাখে। এরপর গোসল শেষে স্ত্রীর কাছ থেকে ১হাজার টাকা নিয়ে সকাল ৭টায় চাঁদপুর চলে যায়। এরপর ঘনঘন স্থান পরিবর্তন করতে থাকে। অবশেষে ২২ আগষ্ট দুপুর ২টায় মনোহরগঞ্জ উপজেলার চিতোশী এলাকা থেকে কুমিল্লা পিবিআই সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২