বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
২০ অগ্রহায়ণ ১৪৩১
কুমিল্লায় আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে মিলাদ ও আলোচনা
প্রকাশ: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৯ পিএম |

কুমিল্লায় আওয়ামী লীগের প্রয়াত নেতাদের  স্মরণে মিলাদ ও আলোচনাবশিরুল ইসলাম: কুমিল্লায় আওয়ামী লীগের প্রয়াত নেতা-কর্মীদের স্মরণে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুমিল্লা দক্ষিণজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ¦ ওমর ফারুক, জেলা শ্রমিক লীগের সভাপতি মনির হোসেন ঝান্টু, মহানগর আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন ফারুকী মহি, সাবেক পিপি এড. মোস্তাফিজুর রহমান লিটন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাবু পার্থ স্বারথি দত্ত, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মো: আবু তাহের, জেলা কৃষকলীগের সভাপতি নির্মল পাল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফুর বারী চৌধুরী হীরু, জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগ নেতা নূর-উর-রহমান মাহমুদ তানিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রুপম মজুমদার। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পাপন পাল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আফম আহসান উদ্দিন টুটুল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান রাতুল,  আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক মাইনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক জিএস ও মহানগর আওয়ামীলীগের সদস্য মো: জাকির হোসেন। 
কুমিল্লায় আওয়ামী লীগের প্রয়াত নেতাদের  স্মরণে মিলাদ ও আলোচনা
অনুষ্ঠানে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্যগনের কর্মময় বর্ণিল জীবনের স্মৃতি তুলে ধরে আলোচনা করা হয়। আলোচনা শেষে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। কুমিল্লার ৮০ অধিক প্রয়াত আওয়ামীলীগের নেতাকর্মীদের নাম স্মরণ করে এ দোয়া মুনাজাতের আয়োজন করা হয়। বিশেষ করে সাবেক গণপরিষদের সদস্য এডভোকেট আহম্মেদ আলী, সাবেক ডেপুটি স্পীকার ও চান্দিনা ৭ আসনের এমপি অধ্যাপক আলী আশরাফ, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, ভাষা সৈনিক আলী তাহের মজুমদার, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আখলাছুর রহমান , মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কাশেম রওশন, শহর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আবুল কাশেম শোভা, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান শহীদ, মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি ডলি সামাদ, দক্ষিন জেলা আওয়ামীলীগের সদস্য শামসুদ্দিন আহমেদ, সেলিম, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ, জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম মোস্তফা মাস্টার, দক্ষিণ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক আব্দুল ওয়াব মাস্টার, কুসিক কাউন্সিল ও আওয়ামীলীগ নেতা সৈয়দ আবির আহমেদ ফটু, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক কমিশনার জসিম উদ্দিন মাস্টার, দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামছুল আলম মজুমদার, উত্তর জেলা আওয়ামীলীগের হুমায়ুন আহমেদ, কোতয়ালী আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা অহিদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আলী ইমাম, সাবেক এমপি জয়নাল আবেদীন, ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস ওয়াহিদুর রহমান, দক্ষিন জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক বিএম আলী হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ভুইয়া, জেলা শ্রমিকলীগের সফিকুর রহমান আসকর, জেলা যুবলীগের সাবেক সেক্রেটারী হাবিবুর সালেকিন রুমি, শহর আওয়ামীলীগের সাবেক সহ সহ-সভাপতি হারুনুর রশিদ, ভিক্টোরিয়া কলেজের ছাত্রনেতা সাবেক জিএস শ্যামল চন্দ, শহর আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক কাজী ফেরদৌস আলম ফারুক, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, শহর আওয়ামীলীগের এডভোকেট আব্দুর রউফ, জেলা কৃষকলীগের আব্দুর রব চৌধুরী রানা, জেলা শ্রমিক লীগের শ্রম সম্পাদক বাছির মিয়া, কুমিল্লা সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সদস্য আমিনুল ইসলাম, জেলা তাতী লীগের সদস্য খোকন মিয়া, বারেক সরদার, মতি সরদার, জেলা তাতী লীগের মো: আব্বাস উদ্দিন, জেলা যুবলীগের সাবেক সদস্য বাবুল খান, জেলা যুবলীগ সদস্য কবীর হোসেন, জেলঅ শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক বাবলু, শ্রমিকলীগ সদস্য খোরশেদ আলম খান রেনু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো: রাকিব উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগের নিবেদিত কর্মী মো: রমজান আলী, সাবেক ছাত্রনেতা মেজবাউল আলম চৌধুরী পাভেল, দক্ষিন জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মাহবুব রহমান, জেলা যুবলীগের হাবিবুর রহমান বাচ্চু, দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান আজাদ, সাবেক ছাত্রনেতা ওবায়েদুল হক দুলাল, সাবেক ছাত্রনেতা লিটন দাস, সাবেক ছাত্রনেতা জাহিদ বাবু, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা জিলানী, জেলা কৃষকলীগের সদস্য শাহজাহান মিন্টু, কুমিল্লা শহর আওয়ামীলীগের শাহজাদা ছফিউল্লাহ লাকি, শেখ গিয়াস উদ্দিন, এমদাদুল হক খোকন, তাজুল ইসলাম জাহাঙ্গীর, রনজিৎ বল বসু, আওয়ামীলীগের সদস্য আসমত আলী , আব্দুর রহমান, মকবুলুর রহমান,কাজী জহিরুল কাইয়ুম, মো: সুরুজ ভাই, অধ্যাপক মো: খোরশেদ আলম, আবুল কালাম মজুমদার, মো: আজিজ খান, মীর হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল, অলি আহমেদ প্রমুখ।  












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২