শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
কাদা-জলে একাকার স্কুলের মাঠ
প্রকাশ: রোববার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৯.০৯.২০২১ ২:০২ এএম |

কাদা-জলে একাকার স্কুলের মাঠশাহীন আলম, দেবিদ্বার ||
স্কুল খোলায় প্রাণ ফিরে পেয়েছে শ্রেণি কক্ষে। শিক্ষার্থীদের হৈ চৈ আর আনন্দে মুখরিত প্রিয় বিদ্যালয়। তবে আনন্দ নেই দেবিদ্বার উপজেলা ১৫২ নং দক্ষিণ ভিংলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কুল খোলার পরও মাঠে খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাঁদা জলে একাকার বিদ্যালয়ের মাঠ। টয়লেট ও নলকূপ হাটু পানিতে ডুবে আছে। শেওলাযুক্ত পানি দেখলে মনে হবে পরিত্যক্ত একটি জলাশয়। এ বিদ্যালয়ের মাঠটি পুরো বছরেই পানি জমে থাকায় দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের। খেলাধুলা, কুচকাওয়াজ জাতীয় সংগীত থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।  বর্তমানে প্রায় বছরজুড়ে স্কুলের মাঠটি জলাবদ্ধ থাকায় নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমেও। ৫ম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ, সাবিকুন নাহার, লাইছা, ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সামি, নাফি  জানায়, দিনের পর দিন স্কুল মাঠে পানি জমে থাকে। হাটা চলা করতে যেয়ে পায়ে ঘা দেখা দিয়েছে। বদ্ধ পানির দুর্গন্ধে ক্লাস করা যায়না। দিনের বেলায় ক্লাসে মশা কামড়ায়। সহকারি শিক্ষক হালিমা বেগম জানান, শিক্ষার্থীরা এমনিতেই ক্লাসে আসতে চায় না, এরপর স্কুলের এ অবস্থা।  শরিরচর্যা ও  খেলাধুলা খুব সমস্যা ক্লাসেই বসে থাকতে হয়। ‘বিদ্যালয়ের মাঠটি বছরের বেশির ভাগ সময় পানিবন্দি থাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। আমেনা বেগম  ও কবির হোসেন নামে দুই অভিভাবক জানান, দেড় বছর পর স্কুল খোলেছে। এরপরও এ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কম। পানিবাহিত রোগসহ নানা রোগের আক্রান্ত হওয়ার ভয়ে বাচ্চারা স্কুলে আসতে চায় না। ছেলে মেয়েকে জোর করেও  স্কুলে পাঠানো যায়না।  প্রধান শিক্ষক মো. আলী আজ্জম বলেন,  সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় মাঠসহ শ্রেণিকক্ষ। বর্ষা মৌসুমের পানি গ্রীষ্ম মৌসুমেও শুকায় না। এভাবেই চলছে বছরের পর বছর। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো.নাছির উদ্দিন জানান, চারদিকে বাড়িঘর হওয়ায় দীর্ঘদিন ধরে স্কুলের মাঠে পানি জমে আছে। এ বিষয়টি ইউএনও কার্যালয়সহ সংশ্লিষ্ট দফতরে লিখিত জানিয়েছি। তারপরও সমাধান হচ্ছে না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য একটি আবেদন একটি পেয়েছি। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ভরাটের ব্যবস্থা করা হবে।   


 












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft