শিরোনাম: |
বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতা করতে চায় স্পেন
|
![]() আজ (সোমবার) বিকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে স্পেনের রাষ্ট্রদূত এমন আগ্রহের কথা জানিয়েছেন। স্টেডিয়াম নির্মাণ ও বিভিন্ন উপজেলায় নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টার্ফ স্থাপনে আগ্রহ প্রকাশ করে স্পেনের রাষ্ট্রদূত বলেছেন, ‘বিশ্ব ফুটবলে স্পেন একটি শক্তিশালী দল। তাই বাংলাদেশের ফুটবলকে বিশ্ব ফুটবলে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে অবকাঠামোগত উন্নয়নসহ প্রশিক্ষণখাতে স্পেন সহযোগিতা করতে চায়। তাছাড়া দুই দেশের খেলায়াড়, কোচ, কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সাক্ষর করা যেতে পারে।’ ক্রীড়া প্রতিমন্ত্রী স্পেন রাষ্ট্রদূতের প্রস্তাবনা স্বাগত জানিয়ে বলেছেন, ‘ফুটবলসহ দেশের ক্রীড়ার উন্নয়নে বন্ধু রাষ্ট্র স্পেনের সহযোগিতার প্রস্তাবকে সাধুবাদ জানাই।’ ফুটবলসহ অন্যান্য খেলায় বাংলাদেশের খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ প্রদানের সুযোগ করে দিতে স্পেন সরকারকে অনুরোধ জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। |