শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
এবার আসল বিশ্বকাপ থেকে ভালো কিছু আনব: শামীম
প্রকাশ: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম |

অনূর্ধ্ব-১৯ দলকে দিয়ে ২০১৯ সালে প্রথম কোনো বৈশ্বিক প্রতিযোগিতার ট্রফি ঘরে এনেছিল বাংলাদেশ। এবার দুয়ারে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত সংস্করণের এই আসরের দলে আছেন যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য শামীম হোসেন পাটোয়ারী। দৃঢ় প্রত্যয়ের সঙ্গে জানালেন এবার ‘আসল বিশ্বকাপ’ থেকে ভালো কিছু আনবেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একাডেমি ভবনের সামনে গণমাধ্যমের মুখোমুখি হন শামীম। যুব বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগবে কি না প্রশ্নে ভালো কিছু অর্জন নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন, 'হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমরা একটা বিশ্বকাপ জিতে আসতে পেরেছি, এবার আসল বিশ্বকাপ, তো ইনশাআল্লাহ আমি আশাবাদী আমরা ভালো কিছু আনব।'
বিশ্বকাপে ব্যক্তিগত লক্ষ্য কি ঠিক করেছেন শামীম? পাওয়ার হিটিংয়ের জন্য খ্যাত এই ক্রিকেটার জানান, এখনো ঠিক করেননি। শামীম বলেন, 'বিশ্বকাপের লক্ষ্য বলতে, যেহেতু এবার আমি প্রথমবার সুযোগ পেয়েছি এখনো সেভাবে তেমন কিছু চিন্তা করিনি। আমি টিমের সঙ্গে যেতে পারছি এটাই আমার কাছে বড় কিছু। জুনিয়র হিসেবে দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।'
বয়সভিত্তিক দল আর জাতীয় দলের মধ্যে পার্থক্য বলতে গিয়ে এই বাঁহাতি ব্যাটসম্যান আরও বলেন, 'ওখানেও আমি দেশের জন্য খেলেছি এখানেও দেশের জন্য খেলছি। আসলে তফাৎ বলতে আমি মনে করি একটু ব্যতিক্রম থাকবে, যেহেতু এটা মূল জাতীয় দল। অনূর্ধ্ব-১৯ থেকে একটু ব্যতিক্রম হওয়াটা স্বাভাবিক।'
জিম্বাবুয়ে সিরিজে জাতীয় দলে ডাক পান। ওই সিরিজেই নিজের সক্ষমতা বুঝিয়েছিলেন একটি ম্যাচ জিতিয়ে। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন দলে। অজিদের বিপক্ষে চার ম্যাচে সুযোগ পেয়েছিলেন, তবে সুবিধা করতে পারেননি। আর নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন এক ম্যাচ, পাননি বড় রানের দেখা।
মাত্র তিনটি সিরিজ খেলে বিশ্বকাপ দলে, কী ভাবছেন শামীম? তার ভাবনা, 'নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কারণ আমি টিমে আসার পর টানা তিনটা সিরিজ জিতেছে দল। তো ইনশাআল্লাহ বিশ্বকাপে আমরা অনেক আশাবাদী যে ভালো কিছু করব।'
বিদেশের মাটিতে (জিম্বাবুয়ে) রান পেয়েছেন কিন্তু ঘরের মাঠে ৫ ম্যাচে করেন মাত্র ১২ রান! অন্যদিকে জিম্বাবুয়েতে দুই ম্যাচে শামীমের ব্যাট থেকে আসে ৬০ রান। সিরিজে শেষ ম্যাচে মাত্র ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে সিরিজ জেতায় রাখেন বড় অবদান। ঘরের মাঠে রান খরার কারণ হিসেবে শামীম তুলে ধরেন মিরপুরের উইকেটের কথা। জানান, বিশ্বকাপের মঞ্চে যে উইকেট হবে সেখানে ভালো করবেন সবাই।
শামীমের ব্যাখ্যা, 'উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। আপনারা দেখেছেন এখানে এবারের উইকেটটা একটু ভিন্ন ছিল। বিশ্বকাপের উইকেটটা কিন্তু ভালো হওয়াটাই স্বাভাবিক। আমাদের সিনিয়র ক্রিকেটাররা আছেন, আমি অনেক আশাবাদী উনারা ওখানে অনেক ভালো করবেন। যদি দেখেন, আমাদের মূল ব্যাটসম্যানরা কিন্তু সফল হতে পারেননি এখানে। তো ওখানে সবাই ভালো করবে ইনশাআল্লাহ।'












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft