কুমিল্লায়
করোনা আক্রান্ত হয়ে আরো ৩ জন মৃত্যুবরন করেছেন। এর মধ্যে দুইজন নারী এবং
একজন পুরুষ। তাদের বয়স ষাটোর্ধ্ব। গত দুই দিন মৃত্যুহীন থাকার পর কুমিল্লায়
এই তিন জনের মৃত্যু হলো। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু ৯ শ ৪৪ জন।
তবে গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় সংক্রমণ শনাক্তের হার ১ দশমিক ৬ শতাংশ।
সর্বশেষ ৩১৪ জনের করোনা নমুনা পরীক্ষার বিপরীতে াআক্রান্ত শনাক্ত হয়েছেন ৫
জন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৮৯৭ জন এবং সুস্থ হয়েছেন
৩৫ হাজার ৭৩২ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে এসব তথ্য জানা
গেছে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ২৮
সেপ্টেম্বর সারা দেশের ন্যায় কুমিল্লাতেও একদিনের করোনা গণটিকা কার্যক্রম
চলবে। কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, যারা টিকার
জন্য এসএমএস পেয়েছেন তারাই টিকা গ্রহনের জন্য কেন্দ্রে যাবেন। সারা দেশের
ন্যায় কুমিল্লাতেও প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের
ওয়ার্ডগুলোতে ওই দিন করোনার টিকা দেয়া হবে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে
জানা গেছে, প্রতি ইউনিয়নে দেড় হাজার, সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এক
হাজার এবং পৌর সভার প্রতি ওয়ার্ডে অন্তত পাঁচ শ জনতে টিকা দেয়ার পরিকল্পনা
হাতে নেয়া হয়েছে। তবে সব কেন্দ্রেই সিনোফার্মের করোনা প্রতিরোধক ভ্যাকসিন
দেয়া হবে।