বুধবার ১৩ নভেম্বর ২০২৪
২৯ কার্তিক ১৪৩১
প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে কুমিল্লায় নানা কর্মসূচী
‘বাংলার জনগণের আস্থার প্রতীক শেখ হাসিনা’
প্রকাশ: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২৯.০৯.২০২১ ১:১৫ এএম |

‘বাংলার জনগণের আস্থার প্রতীক শেখ হাসিনা’মাসুদ আলম।। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশের ৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কুমিল্লায় নানা কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা প্রশাসন এবং দলের অঙ্গ ও সংগঠনের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

পৃথক আলোচনা সভায় বক্তরা বলেন, দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বিশ্ব দরবারে অনেক সম্মান পুরষ্কার আর দেশের সার্বিক উন্নয়নের জীবন্ত কীংবদন্তি শেখ হাসিনা। তার হাত ধরে এদেশ এগিয়ে চলেছে উন্নত বিশ্বের কাতারে।
বক্তারা আরও বলেন, শেখ হাসিনা জনগণের আস্থার প্রতিক। দেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর মতো তিনিও জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তার হাত ধরেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ।

এদিকে নেত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় কুমিল্লা নগরীর রামঘাটস্থ দলীয় কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আলোচনা সভা করেছেন। সভায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্তসহ উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এরপর বাদ আসর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের অংশগ্রহণ করে নেতাকর্মীরা।
‘বাংলার জনগণের আস্থার প্রতীক শেখ হাসিনা’
এর আগে মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমার উদ্যোগে একশত পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এরপর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে মুনাজাতের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
‘বাংলার জনগণের আস্থার প্রতীক শেখ হাসিনা’
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারে নির্দেশে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যাগে মঙ্গলবার বাদ আসর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে নেত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ১১নং ওয়ার্ডে কাউন্সিলর হাবিবুল আল-আমিন সাদী, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য এ কে এম হাসান ইমাম, বোরহান মাহমুদ কামরুল, হান্নানুর রহমান বেলাল, শফিউল্লাহ পলিন, জালাল উদ্দিন ভূঁইয়া, দুলাল হোসেন, আকাশ ওয়াহিদসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী ও জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
‘বাংলার জনগণের আস্থার প্রতীক শেখ হাসিনা’এদিকে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ অফিসে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নূর-উর রহমান মাহমুদ তানিম।
অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চমাধ্যমিক ছাত্রলীগের নেতাকর্মীরা কুমিল্লার কান্দিরপাড়ে আনন্দ মিছিল করে। মিছিলে স্লোগানে মুখর হয়ে উঠে কলেজ থেকে কান্দিরপাড়ের পরিবেশ। 












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২