নিজস্ব
প্রতিবেদক: রোটারী ক্লাব অব গোমতীর অফিসিয়াল ক্লাব ভিজিট, ক্লাব এসেম্বলি ও
রোটারী ১৭তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার রাতে নগরীর
চকবাজারের গোমতী রোটারী সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ডিস্ট্রিক্ট গভর্নর (৩২৮০) আবু ফয়েজ খান চৌধুরী। বিশেস অতিথি ছিলেন পিডিজি
রোটা. দিলনাশি মোহসেন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জালাল উদ্দিন বাবুল, জোনাল
কো অর্ডিনেটর মমিন আহমেদ রনি, রোটা: মো: আলেক হোসেন।
বক্তব্য রাখেন
রোটারী ক্লাব অব লিবার্টির চেয়ারম্যান জসীম উদ্দিন, রোটা: আবদুল আলীম,
রোটা: বাহার, রোটা: ইঞ্জিনিয়ার ইকবাল, রোটা: নাছির উদ্দিন, রোটা: আবদুল
হালিম, জিএসআর রোটা: আবু আজম পাঠান প্রমুখ।