শিরোনাম: |
জয় পেয়েছে ওয়েলফেয়ার ও মোঘল কিংস
|
![]() দিনের অপর ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে যায় ওয়েলফেয়ার ইউনাইটেড। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানের স্কোর সংগ্রহ করে তারা। সর্বোচ্চ ৪৭ রান করেন ওয়েলফেয়ারের তামিম। ছোটরার রাজিবুল ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪উইকেট নেন। জবাবে ১৭ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৪৯ রানে গুটিয়ে যায় ছোটরা কিংস। ওয়েল ফেয়ারের পারভেজ মাত্র ৬ রান খরচ করে ৩ উইকেট নেন। মিজানুর ও ইসহাক দু’জনেই দুটি করে উইকেট নেন। ৬৮ রানের বিশাল জয় পায় ওয়েলফেয়ার ইউনাইটেড। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ওয়েলফেয়ারের অলরাউন্ডার পারভেজ। |