
নিজস্ব
 প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 
প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির বহিস্কৃত দুই নেতার সাথে নির্বাচনী 
কার্যক্রমে না যাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করেছে 
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। আর কেউ এই নির্দেশনা অমান্য করলে তার 
বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
বিষয়টি 
নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক সারোয়ার জাহান 
দোলন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী এবং সাধারণ 
সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি 
নির্দেশনাপত্র শনিবার (২১ মে) রাতে তিনি গণমাধ্যমে প্রদান করেন তিনি।
প্রসঙ্গত,
 দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় 
স্বতন্ত্র মেয়র প্রার্থী সদ্য বিদায়ী মেয়র কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির 
যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক 
দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে বৃহস্পতিবার
 (১৯ মে) বহিস্কার করা হয়। এর মধ্যে মনিরুল হক সাক্কুকে বহিস্কার করা হয়েছে
 আজীবনের জন্য।
এদিকে বহিস্কৃত দুই নেতার নির্বাচনে প্রচারণায় না 
যেতে দলীয় নেতা-কর্মীদের প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্দেশনা 
পত্রে উল্লেখ করা হয় ‘বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বর্তমান সরকার ও
 নির্বাচন কমিশনের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না 
করার প্রেক্ষিতে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জেলা বিএনপির সিনিয়র 
যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের 
সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে বহিস্কার করা হয়েছে।’
‘বিএনপির 
হাইকমান্ডের এরূপ সিদ্ধান্তের কারণে কুমিল্লা দক্ষিণ  জেলা, মহানগর বিএনপি ও
 অঙ্গসংগঠনের পদ-পদবী ব্যবহার করে যারা নির্বাচনে কার্যক্রমে অংশগ্রহণ করবে
 দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যক্রম হিসেবে গণ্য করে তাদের 
বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তাই সিটি কর্পোরেশন 
নির্বাচনের সকল কার্যক্রমে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের কোনো ধরণের 
প্রচার, প্রচারণায় অংশ না নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।
 
 
 
 
                        
