বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
কুমিল্লায় আদিল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ১৬.০৫.২০১৯ ২:২১ এএম |

কুমিল্লায় আদিল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় কিশোর গ্যাং-গ্রুপের দ্বন্দ্বের জের ধরে ‘ঈগল গ্রুপের’ হামলায় নিহত আদিল হত্যার ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জেলার দাউদকান্দি উপজেলার বিভিন্ন স্থান থেকে অনিক (১৮), খায়রুল (১৭) ও জাহিদ (১৭) নামে প্রধান তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
আটক ৩ জনই নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা এবং ঈগল গ্রুপের সদস্য বলে জানা গেছে।
পরে বুধবার দুপুরে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা করেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন।
এর আগে গেলো সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর মোগলটুলী এলাকার কর্ণফুলী পেপার হাউজের সামনে ছুরিকাঘাতে আহত হওয়ার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আজনাইন আদিল (১৭)। সে এবছর কুমিল্লা মডার্ন হাই স্কুল থেকে এসএসসি পাশ করে। নিহত আদিল কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার আব্দুস সাত্তারের একমাত্র ছেলে। তার পরিবার কুমিল্লা মহানগরীর ঝাউতলা এলাকার রেজামঞ্জিলে ভাড়ায় বসবাস করে।
আদিল হত্যাকা-ের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন জানান, গত ১৩ মে সোমবার রাতে নগরীর মোগলটুলীতে কুমিল্লা জজ কোর্টের সাবেক নাজির আবদুস সাত্তারের ছেলে আজমান আদিল তার বন্ধুরাসহ মোটরসাইকেলে করে মোগলটুলীতে আসলে অভিযুক্তদের সাথে ধাক্কা লাগে। এ নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়, এসময় আদিল ধাওয়া করে সামনে দৌড়ে গেলে অভিযুক্তরা একত্রিত হয়ে দা,দিয়ে তার মাথা ও পায়ে আঘাত করে। আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সে মারা যায়।
এনিয়ে আদিলের বাবা আবদুস সাত্তার কোতয়ালী থানায় একটি হত্যা করে। পুলিশ এ ঘটনায় তদন্ত চালিয়ে প্রাথমিকভাবে তিন/চারজনকে অপরাধী হিসেবে সনাক্ত করে। এরই ভিত্তিতে পুলিশ উপরোক্ত আসামীদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়।
সংবাদ সম্মেলনে কোতয়ালী থানার ওসি আবু ছালাম মিয়া, পরিদর্শক তদন্ত সালাউদ্দিন আহমেদসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft