বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
কুমিল্লায় পরকীয়ার জেরে অগ্নিদগ্ধ ট্রাক চালকের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯, ১২:০০ এএম |

রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লায় বন্ধুর স্ত্রীর সাথে পরকিয়ার জের ধরে অগ্নিদগ্ধ ট্রাক চালকের মৃত্যু ঘটেছে। বুধবার (১২ জুন) বিকাল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তার। নিহতের বড় ভাই মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ট্রাক চালক জহিরুল ইসলাম (৩৫) কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের রোশন আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া গ্রামের মামার বাড়িতে থেকেই ট্রাক চালাতো। দাম্পত্য জীবনে ৪ মেয়ে ও ১ ছেলের জনক জহিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের ট্রাক চালক মোসলেহ উদ্দিন (৫৫) এর সাথে বন্ধুত্ব ছিল ট্রাক চালক জহিরুল ইসলামের। বন্ধুত্বের সূত্রধরে জহিরুর ইসলাম প্রায়ই মোসলেহ উদ্দিন এর বাড়িতে আসা-যাওয়া করতো। এরই মধ্যে মোসলেহ উদ্দিন এর স্ত্রী আমেনা বেগম (৩৫) এর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে জহিরুল ইসলাম।
স্ত্রীর সাথে বন্ধুর পরকিয়াকে কোন ভাবেই মেনে নিতে পারেনি স্বামী মোসলেহ উদ্দিন। ১০ জুন (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় মোসলেহ উদ্দিন ফোন করে জহিরুল ইসলামকে নিমসার পেট্রোল পাম্প সংলগ্ন গ্রামীন হোটেলের ছাদে ডেকে নেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে মোসলেহ উদ্দিন ক্ষুদ্ধ হয়ে জহিরুল ইসলাম এর গায়ে পেট্রোল ঢেলে আগুল জ্বালিয়ে দেন।
গায়ে আগুন নিয়ে জহিরুল ইসলাম দৌঁড়ে ছাদ থেকে নেমে আসলে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিভায় এবং মোসলেহ উদ্দিন পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশে খবর দেয়। অপরদিকে, আহত জহিরুল ইসলামকে প্রথমে কাবিলা ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এদিকে, খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মোসলেহ উদ্দিনকে আটক করে। পরে আহতের ভাই মো. কালা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।
বুড়িচং থানার অফিসার ইন-চার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ১০ জুন সন্ধ্যায় ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করি এবং বাদী পক্ষের অভিযোগে মামলা গ্রহণ করেছি। আহতাবস্থায় জহিরুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢামেকে পাঠানো হয়েছিল। মঙ্গলবার আসামী মোসলেমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, বুধবার বিকেলে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ইসলাম এর মৃত্যুর বিষয়টি শুনেছি। ওই মামলার সাথে নতুন করে হত্যা মামলার সেকশন যুক্ত হবে। ঘটনার তদন্ত চলছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।














সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft