শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
লোকসান মাথায় নিয়ে চামড়া সংরক্ষণে ব্যস্ত আড়ৎদাররা
রনবীর ঘোষ কিংকর:
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯, ২:৫৩ এএম |

লোকসান মাথায় নিয়ে চামড়া সংরক্ষণে ব্যস্ত আড়ৎদাররা
চামড়া নিয়ে দেশ জুড়ে বেশ হতাশা ও লোকসানের মুখে পড়েছে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। আর নিশ্চিত লোকসান জেনেও মূল্য বৃদ্ধির আশায় পর্যাপ্ত চামড়া সংগ্রহ করে তা সংরক্ষণে ব্যস্ত সময় কাটাচ্ছে কুমিল্লা জেলার চামড়ার আড়ৎদারারা।
কোরবানী ঈদের রাত থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত চামড়া সংরক্ষণে লবণ মাখা পানি সরানো, উল্টানো থেকে শুরু করে নানা রকম প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে আড়ৎ মালিক ও শ্রমিকরা।
কুমিল্লায় চামড়া সংরক্ষণে সরকারি কোন ঠিকানা নেই। নেই কোন সংগঠন। তাই আড়ৎদাররা যার-যার সুবিধামত চামড়া সংরক্ষণ করছেন। তবে তারা ট্যানারীর বেঁধে দেওয়া দামের চেয়ে প্রায় দ্বিগুন মূল্যে চামড়া সংগ্রহ করায় এবং লবনের মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধিতে শঙ্কিত হয়ে পড়েছেন।
জেলার সবচেয়ে বেশি চামড়া সংগ্রহকারী আড়ৎদার রয়েছে চান্দিনা ও দাউদকান্দি উপজেলার সীমান্তবর্তী এলাকা সব্দলপুর-ইলিয়টগঞ্জে। ওই এলাকায় অন্তত ডজন খানেক আড়ৎদারকে চামড়া সংরক্ষণে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।
সব্দলপুর-ইলিয়টগঞ্জ চামড়া আড়তে ২৫-৩০ হাজার চামড়া রয়েছে। প্রায় সারা বছরই ওই আড়ৎদাররা চামড়া সংরক্ষণ করে আসছেন। কোরবানী ঈদ মৌসুমে প্রতিটি আড়তে সর্ব নি¤œ ২ হাজার সর্বোচ্চ ৭-৮ হাজার চামড়া সংরক্ষণ করেন তারা।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ওই চামড়া আড়তে গিয়ে দেখা গেছে, প্রায় দুই শতাধিক শ্রমিক চামড়া সংরক্ষণে ব্যস্ত। কেউ চামড়া থেকে মাংস ছাড়াচ্ছেন, কেউ বা উচ্ছিষ্ট অংশ কাটছেন আবার কেউ বা লবন মাখায় ব্যস্ত।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে গিয়ে দেখা যায়, প্রতিটি আড়তের শ্রমিকরা কেউ চামড়ার স্তুপে পানি সরানোর কাজ করছে, আবার কেউ বা চামড়ার স্তুপ উল্টে-পাল্টে দেওয়ার কাজ করছে। চামড়ার গুনগত মান বজায় রাখতে তাদের ওই পক্রিয়া বলে জানান আড়ৎদারা।
আড়ৎদার আকতার হোসেন জানান, এ বছর যে ট্যানারী মালিকরা চামড়া নিবে না তা আমরা আগেই আন্দাজ করেছি। সেই মোতাবেক আমরা চামড়া কিনেছি। গরীব হক কোরবানী পশুর চামড়া বিক্রি করতে না পেরে কেউ কেউ ফেলেও দিয়েছেন। আবার মৌসুমী ব্যবসায়ীরা বাড়ি বাড়ি গিয়ে ২শ থেকে ৪শ টাকায় চামড়া কিনেছেন। আমাদের নির্দিষ্ট কিছু লোকজন আছে তারাও একই ভাবে চামড়া সংগ্রহ করেছেন।
যেহেতু ট্যানারী মালিকরা চামড়া নিয়ে তালবাহানা করছে সেহেতু আমরাও চামড়া সংরক্ষণে পর্যন্ত ব্যবস্থা নিয়েছি।
শনিবার থেকে ট্যানারী মালিকরা চামড়া সংরক্ষণে করবে বলে শোনা যাচ্ছে। তারা যদি চামড়া সংরক্ষণ শুরু না করেন তারপরও আমরা হাল ছাড়বো না। লোকসান যদি দিতেই হয় সবটুকুই দিবো, শেষ দেখে ছাড়বো।












সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft