বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম |

মানিক দাস ||
চাঁদপুর শহরে বেপরোয়া গতির মটর সাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত একসেনা সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলা পরিষদ কার্যালয়ের সামনের চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে। গতকাল রোববার দুপুর ১২টায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাটি ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিন হামানকর্দ্দি গাজী বাড়ির ওসমান গাজীর ছেলে সাবেক সেনা সদস্য হাজী নজরুল ইসলাম গাজী (৫৮) জেলা পরিষদে তার ব্যক্তিগত কাজ শেষ করে বের হয়ে এসে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির টিভিএস কোম্পানীর একটি মোটর সাইকেলটি (চাঁদপুর-হ-১১-৭৯২১) অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাজী  নজরুল ইসলামকে স্বজোরে ধাক্কা দেয়। এতে করে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। এতে করে হাজী নজরুল ইসলামের ইসলামের শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়ে তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। মুমূর্ষ অবস্থায় তার সাথের লোকজন একটি অটোরিক্সাযোগে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান। হাসপাতালে আনার পর পরিবারের লোকজন মৃত্যুর বিষয়টি বুঝতে পারলে তাৎক্ষনিক প্রাইভেট হাসপাতালে নেওয়ার নাম করে সরকারি জেনারেল হাসপাতাল থেকে হাজী নজরুল ইসলাম গাজীর লাশ নিয়ে সটকে পড়ে। তার পরিবার সূত্রে জানান যায়, মৃত হাজী নজরুল ইসলাম গাজী ৬ বছর পূর্বে সেনা সদস্য থেকে অবসরে আসেন। পারিবারিক সূত্র জানা যায়, সড়ক দূর্ঘটনায় মৃত হাজী নজরুল ইসলাম গাজী ৩ ছেলে ১ মেয়ের জনক। এসআই পলাশ বড়–য়া জানান, মৃত ব্যক্তিটি রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির মোটর সাইকেলের আঘাতে মারা গিয়েছে। আমরা দূর্ঘটনাস্থল থেকে টিভিএস কোম্পানীর মোটর সাইকেলটি উদ্ধার করেছি। কিন্তু চালক দুর্ঘটনার পর গাড়ীটি ফেলে রেখে পালিয়ে যায়। বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ হামানকর্দ্দি গাজী বাড়ি থেকে মৃতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।













সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft