শিরোনাম: |
সম্রাটের সহযোগী আরমানকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে
|
ঢাকা দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি ও আলোচিত 'ক্যাসিনো গুরু' এনামুল হক আরমানকে চৌদ্দগ্রাম থানার মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লা আদালতে হাজির করা হয়েছে। ১০ অক্টোবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে কুমিল্লার ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র ম্যাজেস্ট্রেট রোকেয়া আক্তারের সামনে হাজির করা হয়। কুমিল্লা কোর্টের জিআরও মো. আবু সালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাবের করা মাদক মামলায় এনামুল হক আরমানকে গ্রেপ্তার দেখানো জন্য বৃহস্পতিবার ৩নং আমলি আদালতে উঠানো হয়। পরে গ্রেপ্তার দেখানো হলে তাকে আদালত কাস্টডিতে রাখা হয়েছে। পরে সেখান থেকে কুমিল্লা কারাগারে নেয়া হবে। আরমানকে গ্রেপ্তারের সময় র্যাব তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে বলে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করে। উল্লেখ্য, শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে 'ক্যাসিনো সম্রাট' খ্যাত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের সঙ্গে এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। মদ্যপ অবস্থায় পাওয়ায় আরমানকে ছয় মাসের কারাদ- দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া আরমানের কাছে ১৪০ পিস ইয়াবা পাওয়ায় তার বিরুদ্ধে র্যাব-৭ এর কর্মকর্তা এসআই সজিব মিয়া কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। |