শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
চান্দিনায় খেলাফত মজলিশ নেতার শোকসভা ও দোয়া মাহফিল
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম |

রণবীর ঘোষ কিংকর।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে চান্দিনায় খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মরহুম মাওলানা মোস্তফা কামালের রূহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মাদ।
খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মাদানীনগর মাদ্রাসার প্রধান মুফতি মো. বশির উল্লাহ, চান্দিনা আল-আমিন কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আবদুর রহীম ফারুকী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা জোনের সহকারী পরিচালক মাওলানা আবদুল হক আমিনী, চান্দিনা থানা মসজিদের খতীব মাওলানা ফজলুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ শাহিন, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা শরাফত আলী, কুমিল্লা মহানগর সভাপতি সৈয়দ আবদুল কাদের জামাল, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী মাওলানা নূরুল আমীন, কুয়েত শাখা সহ-সভাপতি হাফেজ ওযায়ের আহমদ, কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ্্ খান, মাওলানা আবু বকর সিদ্দিকী, আখতার হোসেন খান, মাওলানা রিজওয়ান মিয়াজী, মাওলানা আবদুস সালাম শরাফতি, মাওলানা শাব্বির আহমদ, ওবায়দুল্লাহ খান, ডা. যোবায়ের হোসেন মিয়াজী, মাওলানা ইলিয়াস বিন হাসেম, মাওলানা শাহাদৎ হোসাইন, মাওলানা নূরুল ইসলাম ফয়েজী, মাওলানা সারওয়ার হোসেন, মাওলানা সফিউল্লাহ ফরাজী, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা ইসমাইল বিন ফারুকী প্রমুখ।
মাহফিলে মরহুম মাওলানা মোস্তফা কামালের রূহের মাগফিরাত কামনা করে দোয়-মুনাজাত করেন আমীরে খেলাফত মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাক।













সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft