শিরোনাম: |
ব্রাহ্মণপাড়ায় আইশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে প্রশাসনের মতবিনিময় সভা
|
ইসমাইল নয়ন ||
সাম্প্রতিক ঘটে যাওয়া ভোলা জেলার সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা বলেন, ভোলার বোরহানউদ্দিনে ধর্ম অবমাননার অভিযোগে সনাতন ধর্মের এক যুবকের বিচারের দাবিকে কেন্দ্র করে যে সহিংস ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। বিষয়টি উত্তাপ ছড়াতে শুরু করেছে দেশজুড়ে, সেজন্য ইতিমধ্যে প্রশাসন সারাদেশে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পাশাপাশি সকলকে সতর্ক থাকবে। এই উপজেলার কোথাও যেনো কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সকলে খেয়াল রাখতে হবে। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ। উপস্থিত ছিলেন উপজেলার মাধবপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহাম্মেদ, সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার, সালদা নদী বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আব্দুর রহমান প্রধান, শশীদল বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. আবদুল লতিফ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহাম্মেদ, মহালক্ষীপাড়া মাদ্রসার অধ্যক্ষ মো. সাদেকুল ইসলাম, বড়ভাঙ্গইন্না ফৌজিয়া খসরু দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. খাইরুল আমিন, ইসলামাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মো. এমদাদুল হক, শশীদল মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুল আমীন, কান্দুঘর মাদ্রাসার অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, শিদলাই মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন, নাইঘর মাদ্রাসার অধ্যক্ষ মো. ফয়েজ উল্লাহ, বড়ধুশিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কালাম, চান্দলা গজারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহব উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সনজীব কুমার দেব, সধারণ সম্পাদক কিশোর কুমার দাস, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস কাবের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আরো অনেকে। |