বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
বাংলাদেশি পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম |

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা জান্নাত আক্তার পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে তিনি আটক হন। পরে তাকে মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই রোহিঙ্গা নারীর পাসপোর্ট ফরমে সত্যয়নকারী মানিকগঞ্জের আইনজীবী মো. মনোয়ার হোসাইনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিবন্ধিত রোহিঙ্গা তালিকায় আসমার তথ্য
মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাকসুদুর রহমান জানান, বেলা বারোটার দিকে ওই রোহিঙ্গা নারী সাটুরিয়ার জনৈক রেজাউল করিম নামের এক ব্যক্তির স্ত্রী পরিচয় দিয়ে পাসপোর্ট করতে আসেন। ওই নারী দাবি করেন তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ২নং দিঘলীয়া ইউনিয়নের বেংরোয়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে জান্নাত আক্তার। একটি নাগরিকত্ব সনদ দাখিল করে তিনি পাসপোর্ট করতে চান।
এসময় ওই নারীর কথাবার্তায় সন্দেহ হলে রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধিত সার্ভার ঘেটে দেখা হয়। তখন জানা যায় তিনি প্রকৃতপক্ষে রোহিঙ্গা নারী। তার নাম আসমা। বাবা সিরাজুল হক। রোহিঙ্গা নিবন্ধিত নম্বর ১৪৩২০১৭১২১৩১৫৪৪১৫। তার জন্ম তারিখ ৫ জানুয়ারি ২০০১। আসমা ২০১৭ সালের ১০ অক্টোবর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত হন। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।
এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ওই রোহিঙ্গা নারী দুই সপ্তাহ আগে চট্টগ্রাম থেকে রেজাউল করীমের সাভারের বাসায় আসেন। ওই নারীকে বাংলাদেশি হিসেবে শনাক্তকারী মানিকগঞ্জের আইনজীবী মো. মনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft