শনিবার ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম |

ইসমাইল নয়ন ||
“সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টানেটে শেয়ার পরে” এবারের এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০১৯ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। দিবসটির শুরুতে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে কুমিল্লা মিরপুর সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি বিভিন্ন সড়কে ঘুরে এসে ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রতিপাদ্যের উপর আয়োজিত সেমিনারে মিলিত হয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদ রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সুজন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা সারোয়ার খান। পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ। সার্বিক তত্ববদানে ছিলেন জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। উপস্থিত ছিলেন ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ, উপজেলা পল্লী উন্নয়ন সমিতির চেয়ারম্যান মাসুদ আলী হায়দার, ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক আব্দুল কাদের, রোট. কবির আহাম্মেদ ভূইয়া, টাটেরা রেহান উদ্দিন মাস্টার মহিলা মাদ্রাসার সুপার আব্দুল মুবিন আখন্দ, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, আনসার বিডিবির কর্মকর্তা মো. নাজিউর রহমান, আ’লীগ নেতা সফিকুল ইসলাম বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস কাবের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। পরে একই দিন বিকেলে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে কুইজ, চিত্রাঙ্কণ ও রচনা সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।













সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft