বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
১৮ বছরের বেশি বয়সীদের পাসপোর্ট করতে লাগবে এনআইডি
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম |

নতুন পাসপোর্টের জন্য ১৮ বছরের বেশি বয়সি আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে নির্দেশনা দিয়েছে ইমিগ্রেশন ও পার্সপোর্ট অধিদফতর।
সম্প্রতি অধিদপ্তরের সহকারী পরিচালক (পাসপোর্ট) মো. সাহজাহান কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসগুলোতে আবেদনকারীরা এনআইডি থাকার পরও তা গোপন করে জন্মনিবন্ধন প্রদর্শন করে পাসপোর্টের আবেদন করছেন। এতে নানাবিধ জটিলতার সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায়, আবেদনপত্র গ্রহণের ক্ষেত্রে ১৮ বছরের বেশি বয়সী আবেদনকারীদের ক্ষেত্রে এনআইডি গ্রহণ সাপেক্ষে আবেদন জমা করা; ১৮ বছর পর্যন্ত আবেদনকারীদের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন গ্রহণসাপেক্ষে আবেদন জমা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আর ১৫ বছরের কম বয়সি বাচ্চাদের ক্ষেত্রে বাবা-মায়ের এনআইডি জমাসাপেক্ষে আবেদন জমা করার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে এনআইডির ভেরিফায়েড কপি জমা নেওয়া হবে বলে জানায় অধিদফতর।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়।













সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft