সর্বশেষ সংবাদ https://www.comillarkagoj.com https://www.comillarkagoj.com/images/logo.png https://www.comillarkagoj.com https://www.comillarkagoj.com RSS feed from https://www.comillarkagoj.com en https://www.comillarkagoj.com 2026-01-21 2026-01-21 সর্বশেষ সংবাদ কুমিল্লার দেবিদ্বারে প্রার্থীতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল মুন্সীর রিট খারিজ https://www.comillarkagoj.com/news/213100 https://www.comillarkagoj.com/news/213100 Wed, 21 Jan 2026 14:24:22 UTC Wed, 21 Jan 2026 14:24:22 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768983883.jpg কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।‎ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল https://www.comillarkagoj.com/news/213099 https://www.comillarkagoj.com/news/213099 Wed, 21 Jan 2026 12:21:03 UTC Wed, 21 Jan 2026 12:21:03 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768976643.jpeg আজ ২০ জানুয়ারি, ২০২৬ - কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে, কুমিল্লা সিটি কর্পোরেশনের নেতৃত্বে, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি আয়োজন করা হয় হগগলে মিল্লা-জিল্লা, পরিচ্ছন্ন কুমিল্লা প্রতিপাদ্যের আলোকে, যা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও টেকসই নগর গঠনে সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন। বাংলাদেশে বাস্তবায়নাধীন “নগরভিত্তিক পানিচক্রের টেকসই রুপান্তর প্রকল্প”-এর আওতায় কুমিল্লা সিটি কর্পোরেশনের নেতৃত্বে ও রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে অনুষ্ঠানটি আয়োজিত হয়।বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক যুবসমাবেশ এর শুভ উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. শাহ আলম। আচরণ পরিবর্তন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই যুবসমাবেশে ৩০০ জনের অধিক অংশগ্রহণকারী, ৫০ জন অংশীজন, স্বেচ্ছাসেবক, এবং ১০টি স্কুল ও ৫টি কলেজের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার https://www.comillarkagoj.com/news/213098 https://www.comillarkagoj.com/news/213098 Wed, 21 Jan 2026 01:37:13 UTC Wed, 21 Jan 2026 01:37:13 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768938065.jpg কুমিল্লায় ১১ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ১০ জন তাদের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।রিটার্নিং কর্মকর্তা জানান, প্রাথমিক যাচাই বাছাইয়ে কুমিল্লার ১১ টি আসনে মোট ১০৭টি জমা পড়ে। এর মধ্যে ৭৬টি মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়। বাতিল হয় ৩১ টি। পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল হয় ২৮টি। কমিশন থেকে বাতিলের বিরুদ্ধে ১৪ টি আবেদন মঞ্জুর হলে মোট প্রার্থী সংখ্যা দাঁড়ায় ৯০। সর্বশেষ ২০ জানুয়ারি মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব https://www.comillarkagoj.com/news/213097 https://www.comillarkagoj.com/news/213097 Wed, 21 Jan 2026 01:37:13 UTC Wed, 21 Jan 2026 01:37:13 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768937504.jpg নিজস্ব প্রতিবেদক।।চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত বাদ এশা কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিবাজার অলিপুর নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ বাড়ির সামনে মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজায় কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষে ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, র‌্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন, র‌্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, র‌্যাব-১১
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী https://www.comillarkagoj.com/news/213096 https://www.comillarkagoj.com/news/213096 Wed, 21 Jan 2026 01:36:09 UTC Wed, 21 Jan 2026 01:36:09 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768937442.jpg পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো, কিন্তু সন্ত্রাসীরা তাকে বাঁচতে দিল না। আমার সব শেষ হয়ে গেল। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পতেঙ্গা র‌্যাব ৭ এর কার্যালয়ে কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত র‌্যাবের নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়ার স্ত্রী শামসুন্নাহার। এসময় তার সঙ্গে বড় ছেলে মেহেদী হাসান, বড় মেয়ে শামিমা জান্নাত ও ছোট মেয়ে সিদরাতুল মুনতাহা এবং আত্মীয়-স্বজনরা ছিলেন।শামসুন্নাহার বলেন, এই সন্ত্রাস বাংলাদেশে যেন না থাকে। তাদের (সন্ত্রাসী) সবার যেন বড় ধরনের বিচার হয়, ফাঁসি হয়। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামী দেশদ্রোহী ছিলেন না, তিনি ছিলেন দেশপ্রেমিক। দেশকে অনেক
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ https://www.comillarkagoj.com/news/213095 https://www.comillarkagoj.com/news/213095 Wed, 21 Jan 2026 01:36:08 UTC Wed, 21 Jan 2026 01:36:08 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768937414.jpg মনোনয়ন ফিরে পেতে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট শুনানি স্থগিত করেছেন বিচারক। নিরাপত্তা কারণ দেখিয়ে মুন্সির শুনানি বাতিল করে বুধবার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। একই দিনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূইয়ার রিট শুনানিও হবে বলে জানা গেছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।জানা গেছে, মঞ্জুরুল
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ https://www.comillarkagoj.com/news/213094 https://www.comillarkagoj.com/news/213094 Wed, 21 Jan 2026 01:36:07 UTC Wed, 21 Jan 2026 01:36:07 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768937387.jpg কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, যারা গত ১৬ বছর বিএনপি তথা বিরোধী শক্তির উপর নির্যাতন-নিপীড়ন করেছে তাদের সাথে কোন আপোষ নেই। আওয়ামী লীগের হাতে বহু নেতা-কর্মী গুম খুনের শিকার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল খাটিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। দেশনায়ক তারেক রহমানকে নির্বাসনে থাকতে হয়েছে; তাদের সাথে কোন বিএনপি নেতা কিংবা কর্মীর আপোষ করার সুযোগ নেই।মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীর ধর্মসাগর পাড়ে আদর্শ সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমার ভাই হাজী ইয়াছিন দলের জন্য যে সেক্রিফাইস করেছে- তা ইতিহাস হয়ে থাকবে। দলের প্রশ্নে, ধানের শীষের প্রশ্নে আজ
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় শিবিরের বিক্ষোভ মিছিল https://www.comillarkagoj.com/news/213093 https://www.comillarkagoj.com/news/213093 Wed, 21 Jan 2026 01:34:28 UTC Wed, 21 Jan 2026 01:34:28 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768937370.jpg সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত ও অবিলম্বে নির্বাচন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিৱ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরী। মঙ্গলবার(২১ জানুয়ারী) বিকেল ৫টায় ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর ব্যানারে নগরীর সালাউদ্দিন মোড় থেকে পূবালী চত্ত্বর এলাকায় শাকসু নির্বাচন স্থগিত ও নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশও করেন দলীয় নেতৃবৃন্দরা।সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, ইসি ভবনের সামনে ‘মব’ সৃষ্টি করে শাকসু নির্বাচন বন্ধের প্রতিবাদ এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবিতেই আমাদের বিক্ষোভ কর্মসূচি। ছাত্র সংসদ বানচাল করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। কখনো ইসিকে ব্যবহার করে বিবৃতি আদায় করা
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবাসহ এক আসামী আটক https://www.comillarkagoj.com/news/213092 https://www.comillarkagoj.com/news/213092 Wed, 21 Jan 2026 01:34:27 UTC Wed, 21 Jan 2026 01:34:27 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768937023.jpg কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে এক আসামীসহ বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত প্রহরার মাধ্যমে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি এবং কটকবাজার পোস্টের বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।অভিযানকালে সীমান্তের ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক স্থানে বিজিবি টহলদল ৯৯১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ একটি কারে এক আসামীকে আটক করে। একই সময়ে সীমান্তের প্রায় ০৩ কিলোমিটার অভ্যন্তরে
শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরুষ্কার প্রদান https://www.comillarkagoj.com/news/213091 https://www.comillarkagoj.com/news/213091 Wed, 21 Jan 2026 01:34:27 UTC Wed, 21 Jan 2026 01:34:27 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768937352.jpg গতকাল ২০ জানুয়ারি ২০২৫ সনের বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনিতে উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় হওয়া ১৫ শিক্ষার্থী এবং সমগ্র স্কুলে ১ম, ২য় ও ৩য় হওয়া ৪ জন শিক্ষার্থীকে এ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও প্রজন্ম টেকনোলজিসের সিইও প্রকৌশলী মোহাম্মদ আবু নোমানের পক্ষ থেকে পুরুষ্কৃত করা হয়। পুরুস্কার হিসেবে প্রত্যেককে ক্রেস্ট ও নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। সেই সাথে আগামী দিনে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির আহমদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো: হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে
রূপসী বাংলা সম্পাদক হাসিনা ওহাব অসুস্থ, দোয়া কামনা https://www.comillarkagoj.com/news/213090 https://www.comillarkagoj.com/news/213090 Wed, 21 Jan 2026 01:34:26 UTC Wed, 21 Jan 2026 01:34:26 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768937008.jpg দৈনিক রূপসী বাংলা পত্রিকার সম্পাদক হাসিনা ওহাব গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁকে কুমিল্লার সিডি প্যাথ হাসপাতালের আইসিইইউতে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তাকে ভ্যান্টিলেশেনে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসিনা ওহাবের পুত্র আরিফ অরুণাভ।দৈনিক রূপসী বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক আবদুল ওহাবের সহধর্মিণী হাসিনা ওহাব বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভোগছিলেন। পরে চিকিৎসার জন্য তাকে সিডি প্যাথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। তার সুস্থতা ও রোগমুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটে কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার স্পষ্ট বার্তা দিলেন ডাঃ শফিকুর রহমান https://www.comillarkagoj.com/news/213089 https://www.comillarkagoj.com/news/213089 Wed, 21 Jan 2026 01:34:25 UTC Wed, 21 Jan 2026 01:34:25 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768936996.jpg নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নীতিগত রূপরেখা ও ভবিষ্যৎ রাষ্ট্রভাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে দলটির উদ্যোগে আয়োজিত পলিসি সামিট ২০২৬ এ এই রূপরেখা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।সামিটের মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি বলেন, “বাংলাদেশ আজ শুধু একটি নির্বাচন সামনে দাঁড়িয়ে নেই, বরং ১৮ কোটির বেশি মানুষের ভবিষ্যৎ শাসনব্যবস্থার দিশা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।”ডাঃ শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর দেশ এখন এক সংবেদনশীল গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।
মুরাদনগরে ড্রেজার তাণ্ডবে হুমকিতে কৃষিজমি https://www.comillarkagoj.com/news/213088 https://www.comillarkagoj.com/news/213088 Wed, 21 Jan 2026 01:34:25 UTC Wed, 21 Jan 2026 01:34:25 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768936964.jpg কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়া এলাকায় ইউনিয়ন ভূমি অফিসের একেবারে নাকের ডগায় দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজিং কার্যক্রম চললেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।স্থানীয়দের অভিযোগ, আজাদ নামে এক ড্রেজার ব্যবসায়ী দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি ও বালু উত্তোলন করে আসছেন। ভারী যন্ত্রপাতির নির্বিচার ব্যবহারে এলাকার খাল, জলাশয় ও ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন এলাকাতেই প্রকাশ্যে ড্রেজার মেশিন স্থাপন করে প্রতিদিন মাটি উত্তোলন করা হচ্ছে। এর ফলে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভূমিধস ও ভাঙনের আশঙ্কা দিন
চৌদ্দগ্রামে বিদ্যুতের ‘কার্ড মিটার’ সরাতে গ্রাহকদের বিক্ষোভ https://www.comillarkagoj.com/news/213087 https://www.comillarkagoj.com/news/213087 Wed, 21 Jan 2026 01:34:23 UTC Wed, 21 Jan 2026 01:34:23 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768936935.jpg মোঃ এমদাদ উল্যাহ: কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুতখাতে দুর্নীতি প্রতিরোধে ‘কার্ড মিটার’ সরাতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে গ্রাহকরা। মঙ্গলবার উপজেলা কার্ড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে গ্রাহকরা চৌদ্দগ্রাম বাজারস্থ ওয়াপদা অফিসের সামনে কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা বৈদ্যুতিক কার্ড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে সোমবার বিভিন্ন এলাকায় ওয়াপদা অফিসের সামনে অবস্থান কর্মসূচির পক্ষে মাইকিং করা হয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমিটির আহবায়ক জালাল উদ্দিন মজুমদারের নেতৃত্বে গ্রাহকরা ওয়াপদার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওয়াপদা আবাসিক প্রকৌশলীর সাথে গ্রাহকদের টিমসহ মতবিনিময়
সন্ত্রাসের ভয় দেখিয়ে লাভ নেই, নির্বাচনে জনগণের জয় হবে https://www.comillarkagoj.com/news/213086 https://www.comillarkagoj.com/news/213086 Wed, 21 Jan 2026 01:09:17 UTC Wed, 21 Jan 2026 01:09:17 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/21/CK_1768936887.jpg চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান বলেছেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনের কাজ চলছে। চৌদ্দগ্রাম আসনে নির্বাচনের কার্যক্রম সকলে সকলের দলীয় দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র উত্তরণের জন্য আনন্দ উৎসবে করবে- এটাই ছিল জনগণের কাম্য। নির্বাচনে প্রত্যেকে তার মত প্রকাশ করবে, পরামর্শ থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা লক্ষ্য করছি, বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতাকর্মীরা জনগণ থেকে বিচ্ছিন্ন ও প্রত্যাখাত হয়ে রাতের অন্ধকারে গোপনে জামায়াতের বিভিন্ন কার্যালয়, গাড়ী, বাড়ী-ঘরে আগুন লাগিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যর মাধ্যমে জনগণকে ভীত সন্ত্রস্ত করতে চায়। এর অর্থ হচ্ছে তারা নির্বাচনে জনগণের কাছে ভোট না চেয়ে ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। আমরা দ্যর্থকণ্ঠে বলতে চাই, এই চৌদ্দগ্রামে সন্ত্রাসের এই