সর্বশেষ সংবাদ https://www.comillarkagoj.com https://www.comillarkagoj.com/images/logo.png https://www.comillarkagoj.com https://www.comillarkagoj.com RSS feed from https://www.comillarkagoj.com en https://www.comillarkagoj.com 2025-11-13 2025-11-13 সর্বশেষ সংবাদ কুমিল্লায় সর্বোচ্চ নিরাপত্তা মাঠে থাকবে ২৩শ পুলিশ https://www.comillarkagoj.com/news/210542 https://www.comillarkagoj.com/news/210542 Thu, 13 Nov 2025 00:09:50 UTC Thu, 13 Nov 2025 00:09:50 UTC https://www.comillarkagoj.com:443/2025/11/13/CK_1762972323.jpg নিজস্ব প্রতিবেদক।। ১৩ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে কুমিল্লা জেলাজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। নাশকতা ও বিশৃঙ্খলা রোধে জেলা পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা, হাইওয়ে ও জিআরপি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে। জেলাজুড়ে মোতায়েন থাকবে প্রায় ২ হাজার ৩০০ পুলিশ সদস্য। পাশাপাশি শহরের প্রবেশমুখ, মহাসড়ক, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে ২০টিরও বেশি চেকপোস্ট, যেখানে সন্দেহভাজন ব্যক্তি ও ছোট-বড় যানবাহনে তল্লাশি চালানো হবে।জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লা-নোয়াখালী, চাঁদপুর ও সিলেট আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর নজরদারি থাকবে। পুলিশ সদস্যদের পাশাপাশি মাঠে থাকবে র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। সাদা পোশাকে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল। টায়ারে আগুন জ্বালানো, সড়ক অবরোধ,
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা https://www.comillarkagoj.com/news/210541 https://www.comillarkagoj.com/news/210541 Thu, 13 Nov 2025 00:42:37 UTC Thu, 13 Nov 2025 00:42:37 UTC https://www.comillarkagoj.com:443/2025/11/13/CK_1762972284.jpg জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।জুলাই জাতীয় সনদ সই হলেও এখন পর্যন্ত এটির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট কবে হবে তা নিয়ে দলগুলো ভিন্ন অবস্থানে। সেই বিরোধ মিটিয়ে দলগুলোকে সমঝোতায় আসতে অন্তর্র্বতী সরকার যে সাত দিনের সময় দিয়েছিল, তাও ফুরিয়ে এসেছে।আর রোববারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবি না মানলে
হাজী ইয়াসিনকে মনোনয়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি https://www.comillarkagoj.com/news/210540 https://www.comillarkagoj.com/news/210540 Thu, 13 Nov 2025 00:42:36 UTC Thu, 13 Nov 2025 00:42:36 UTC https://www.comillarkagoj.com:443/2025/11/13/CK_1762972270.jpg কুমিল্লা সদর আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াসিন মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকেই একের পর এক কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা। সেই ধারাবাহিকতায় বুধবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয় গণস্বাক্ষর কর্মসূচি। হাজী ইয়াসিনকে মনোনয়ন দেয়ার দাবিতে দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে গণ স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন তার সমর্থকরা।গত ৩ নভেম্বর কুমিল্লার ১১ টি আসনের মধ্যে ৯টি আসনে প্রাথমিক প্রার্থী মনোনয়ন দেয় বিএনপি। প্রার্থী তালিকায় হাজী আমিন উর রশিদ ইয়াসিনের নাম না থাকার ক্ষোভে ৩ নভেম্বর রাত থেকে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন ইয়াসিন সমর্থকরা।ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়।
মা ও দুই বোনের পর চলে গেলেন কলেজ ছাত্র লিশান https://www.comillarkagoj.com/news/210539 https://www.comillarkagoj.com/news/210539 Thu, 13 Nov 2025 00:42:35 UTC Thu, 13 Nov 2025 00:42:35 UTC https://www.comillarkagoj.com:443/2025/11/13/CK_1762972257.jpg চৌদ্দগ্রাম প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে গুরুতর আহত কলেজ ছাত্র শাহেদ মজুমদার লিশান আজ বুধবার সন্ধ্যায় মারা গেছেন। ঢাকার নিউরো সাইন্স হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লিশান বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা গ্রামের আবদুল মন্নান মজুমদারের একমাত্র ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের জেঠাতো ভাই সৈকত মজুমদার ও প্রতিবেশী সাংবাদিক আবু বকর সুজন।জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা এলাকায় গত ৫ নভেম্বর বুধবার সকালে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সাথে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান লিশাসনের বোন ফারজানা মজুমদার লিজা, ফারহানা মজুমদার টিজা, মা রিজওয়ানা মজুমদার শিল্পী,
কুমিল্লায় নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাহারা দিবে ছাত্র-জনতা https://www.comillarkagoj.com/news/210538 https://www.comillarkagoj.com/news/210538 Thu, 13 Nov 2025 00:42:34 UTC Thu, 13 Nov 2025 00:42:34 UTC https://www.comillarkagoj.com:443/2025/11/13/CK_1762972211.jpg নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাহারা দিবে কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চের নেতা-কর্মীরা। শেখ হাসিনার রায়কে সামনে রেখে আওয়ামী লীগ কুমিল্লায় যেন কর্মসূচি পালন করতে না পারে সে জন্য দুই দিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। বুধবার (১২ নভেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত কুমিল্লা জুলই ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহবায়ক আবু রায়হান। তিনি বলেন পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে জুলাই গণহতার বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোন সভ্য দেশ একজন খুনিকে আশ্রয় দিতে পারেনা। শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার সড়যন্ত্র করছে। আমরা এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা
দেবিদ্বারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা https://www.comillarkagoj.com/news/210537 https://www.comillarkagoj.com/news/210537 Thu, 13 Nov 2025 00:38:44 UTC Thu, 13 Nov 2025 00:38:44 UTC https://www.comillarkagoj.com:443/2025/11/13/CK_1762972124.jpg কুমিল্লার দেবিদ্বার উপজেলায় লাইসেন্স ছাড়া অকটেন ও পেট্রোল বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন। এ সময় সার্টিফিকেট অফিসার রবিউল ইসলাম এবং অফিস সহায়ক মোহাম্মদ ইউসুফসহ দেবিদ্বার থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।অভিযানে আর এস মটরস, বিসমিল্লাহ মটরস এবং মোবারক ট্রেডার্স নামের তিনটি প্রতিষ্ঠানকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)/(ঙ) ধারায় লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অকটেন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ লাইসেন্স ছাড়া
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় https://www.comillarkagoj.com/news/210536 https://www.comillarkagoj.com/news/210536 Thu, 13 Nov 2025 00:38:43 UTC Thu, 13 Nov 2025 00:38:43 UTC https://www.comillarkagoj.com:443/2025/11/13/CK_1762972104.jpg ইসমাইল নয়ন।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। ১২ নভেম্বর (বুধবার) দুপুরে বিভিন্ন আইনে ৫ জন দোকানদারকে এজরিমানা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন হোটেলে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য তদারকি ও নির্দেশনা দেয়া হয়। মুদি দোকানগুলোতে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য না রাখার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। এছাড়া অবৈধ ভাসমান দোকানে অকটেন ও পেট্রোল বিক্রির
কুমিল্লা-৫ আসনে মিজানুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মহাসড়কে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন https://www.comillarkagoj.com/news/210535 https://www.comillarkagoj.com/news/210535 Thu, 13 Nov 2025 00:38:43 UTC Thu, 13 Nov 2025 00:38:43 UTC https://www.comillarkagoj.com:443/2025/11/13/CK_1762972090.jpg ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: বুধবার ১২ নভেম্বর বিকেলে কুমিল্লা-৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়ন বঞ্চিত হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান কে মনোনয়ন পত্র দেয়ার দাবীতে নেতা কর্মী সমর্থক গণ ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় শত শত নারী পুরুষ ও বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সড়কে বসে অবস্থান নেন এসময় প্রায় ৮ -১০ কিঃ মিঃ এলাকা জুড়ে প্রতিবাদে অবরোধ বিক্ষোভ মিছিল করে যানজটের সৃষ্টি হয়।বক্তারা বলেন বুড়িচং উপজেলার বিএনপির সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান একজন ত্যাগী নেতা, দলের দূর সময়ে তিনি কয়েক বার নির্বাচন করেছেন। দুই বার নির্বাচিত হয়েছেন। ২০১৮
কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা https://www.comillarkagoj.com/news/210534 https://www.comillarkagoj.com/news/210534 Thu, 13 Nov 2025 00:38:42 UTC Thu, 13 Nov 2025 00:38:42 UTC https://www.comillarkagoj.com:443/2025/11/13/CK_1762972060.jpg কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্রভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ সালের ৩০ এবং ৩১ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় ৯০তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।সিদ্ধান্ত অনুযায়ী , 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টায়, 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় এবং একই দিনে বিকাল তিনটায় 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে।ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'আজকে ৯০ তম একাডেমিক কাউন্সিল সভায় স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত
কুমিল্লায় ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের দাবি আইনজীবীদের https://www.comillarkagoj.com/news/210533 https://www.comillarkagoj.com/news/210533 Thu, 13 Nov 2025 00:09:51 UTC Thu, 13 Nov 2025 00:09:51 UTC https://www.comillarkagoj.com/images/no-image.jpg কুমিল্লায়প্রস্তাবিত বিভাগীয় ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন জেলার ২৫ জন আইনজীবী।সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দেশের বিভিন্ন অঞ্চলে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তেরপ্রেক্ষিতে কুমিল্লার আইনজীবীরা চট্টগ্রাম বিভাগের প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজটি কুমিল্লায় স্থাপনের দাবি জানান।আইনজীবীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন। এ উপলক্ষে কুমিল্লা বারে যৌথভাবে তারা একটি আবেদনপত্রে স্বাক্ষর করেন।স্বাক্ষরকারী আইনজীবীরা মনে করেন, তারা সমাজ ও রাষ্ট্রের বিবেক। শিক্ষার অগ্রগামী জেলা হিসেবে কুমিল্লায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন সময়োপযোগী ও যুক্তিসঙ্গত। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলায় অসংখ্য শিক্ষাবিদ, বিজ্ঞানী ও জাতীয় ব্যক্তিত্বের জন্ম হয়েছে।তারা আরও বলেন, কুমিল্লায় রয়েছে মহেশাঙ্গন ও
চান্দিনায় বীর মুক্তিযোদ্ধা কালী ভূষণ বকসী আর নেই; রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় https://www.comillarkagoj.com/news/210532 https://www.comillarkagoj.com/news/210532 Thu, 13 Nov 2025 00:09:52 UTC Thu, 13 Nov 2025 00:09:52 UTC https://www.comillarkagoj.com/images/no-image.jpg কুমিল্লার চান্দিনা উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চান্দিনা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালী ভূষণ বকসী (৯৪) আর নেই। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় হারং বকসী বাড়িতে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। এছাড়া তিনি একজন শিক্ষানুরাগী এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।তিনি চান্দিনা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী’র বড় ভাই এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কমল বকসীর পিতা। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে
কুমিল্লা বাইউস্টে “রেজিওনাল মুট কোর্ট প্রতিযোগিতা https://www.comillarkagoj.com/news/210531 https://www.comillarkagoj.com/news/210531 Thu, 13 Nov 2025 00:38:41 UTC Thu, 13 Nov 2025 00:38:41 UTC https://www.comillarkagoj.com/images/no-image.jpg বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ডটেকনোলজি (বাইউস্ট)-এর আইন বিভাগ কর্তৃক আয়োজিত দিনব্যাপী “রেজিওনাল মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) দুুপুরে বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামেএ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বলে জানায় আয়োজক কমিটি।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ডটেকনোলজি (বাইউস্ট)-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট এ. এস. এম সায়েম আলী পাঠান, অত্র বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. রমা ইসলাম। এতে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক
কসবায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি https://www.comillarkagoj.com/news/210530 https://www.comillarkagoj.com/news/210530 Thu, 13 Nov 2025 00:38:40 UTC Thu, 13 Nov 2025 00:38:40 UTC https://www.comillarkagoj.com/images/no-image.jpg ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাণিজ্যিক এলাকা কুটি বাজারে গত মঙ্গলবার রাতে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা দাবী, কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দমকল বাহিনী ধারণা করছেন, বৈদ্যতিক শর্ক শার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।দমকল বাহিনী, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুটি বাজার কসবা উপজেলার একটি বাণিজ্যিক এলাকা। এখানে রয়েছে অনেক পুরনো ব্যবসা প্রতিষ্ঠান। গত মঙ্গলবার রাত ১২টার দিকে কুটি বাজার মসজিদ সংলগ্ন মার্কেটে আগুনের সূত্রপাত হয় একটি ব্যাটারি দোকান থেকে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কসবার কুটি চৌমহনী ফায়ার স্টেশনের ২টি ইউনিট এবং জেলার পাশর্^বর্তী উপজেলা
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন https://www.comillarkagoj.com/news/210529 https://www.comillarkagoj.com/news/210529 Thu, 13 Nov 2025 00:38:38 UTC Thu, 13 Nov 2025 00:38:38 UTC https://www.comillarkagoj.com/images/no-image.jpg ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী নামক স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। তবে টাকার ভল্টের কোনো ধরণের ক্ষতি হয়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার ভোর ২ টার দিকে উপজেলার আমতলী বাজারে চান্দুরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন লেগে অফিসের ফ্যান ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। অফিসের লোকজন ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মোঃ কলিম উদ্দিন জানান, নাশকতার উদ্দ্যেশ্যে জানালার গ্লাস ভেঙ্গে দুস্কৃতিকারিরা পেট্রোল দিয়ে কাঠের টুকরোর সাথে কাপড় পেচিঁয়ে ভিতরে আগুন লাগিয়ে দেয়। এতে অফিসের ৩টি ফ্যান, সেলফসহ অনেক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় তেল বিপণন কোম্পানি সমূহের নিবন্ধিত ফিলিং স্টেশন ও প্যাকড পয়েন্ট ডিলারদের বিক্রয় কার্যক্রম মনিটরিং https://www.comillarkagoj.com/news/210528 https://www.comillarkagoj.com/news/210528 Thu, 13 Nov 2025 00:38:38 UTC Thu, 13 Nov 2025 00:38:38 UTC https://www.comillarkagoj.com/images/no-image.jpg কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় আজ (১২ নভেম্বর) বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চৌয়ারা বাজার ও সুয়াগঞ্জ বাজারে তেল বিপণন কোম্পানি সমূহের নিবন্ধিত ফিলিং স্টেশন ও প্যাকড পয়েন্ট ডিলারদের বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এসময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।জ্বালানি তেল একটি স্পর্শকাতর পণ্য। অনেক ব্যক্তি/প্রতিষ্ঠান রাস্তার পাশে অবৈধভাবে ড্রাম কিংবা ক্যানে করে খোলা বাজারে অকটেন ও পেট্রোল বিক্রয় করে থাকে। এসকল অবৈধ ভাসমান দোকান অবৈধ, চোরাই ও ভেজাল তেলের অসাধু চক্রকে উৎসাহিত করে। একই সাথে