সর্বশেষ সংবাদ https://www.comillarkagoj.com https://www.comillarkagoj.com/images/logo.png https://www.comillarkagoj.com https://www.comillarkagoj.com RSS feed from https://www.comillarkagoj.com en https://www.comillarkagoj.com 2025-12-26 2025-12-26 সর্বশেষ সংবাদ মাতৃভূমিতে তারেক রহমান https://www.comillarkagoj.com/news/212124 https://www.comillarkagoj.com/news/212124 Fri, 26 Dec 2025 01:07:57 UTC Fri, 26 Dec 2025 01:07:57 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766691037.jpg যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে ঢাকায় নামার পর তারেক রহমানের বাড়ি পৌঁছাতে লেগে গেল প্রায় ৯ ঘণ্টা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানে ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছান তিনি। পাশের বাড়ি ‘ফিরোজা’ মা খালেদা জিয়ার আবাসস্থল। এদিন বেলা পৌনে ১২টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট। তাতে তারেক রহমান তার সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকায় পৌঁছান। সেখানে উষ্ণ অভ্যর্থনা শেষে বেলা সাড়ে ১২টায় নেতাকর্মীদের নিয়ে বাসে চেপে ৩০০ ফিটের পথে রওনা হন বিএনপি নেতা। খুব ধীরগতিতে চলা গাড়িবহর সমাবেশস্থলে পৌঁছাতে লেগে যায় সোয়া ৩ ঘণ্টা। এসময় বাসের সামনে দাঁড়িয়ে তারেক রহমান হাত নেড়ে সড়কের
‘যেকোনো মূল্যে বাংলাদেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে’ https://www.comillarkagoj.com/news/212123 https://www.comillarkagoj.com/news/212123 Fri, 26 Dec 2025 01:33:59 UTC Fri, 26 Dec 2025 01:33:59 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690978.jpg নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা রক্ষার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে যেকোনো উসকানির মুখে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছরের মাথায় ‘মব’ আক্রমণসহ অপরাধমূলক নানা কর্মকাণ্ডে দেশের মানুষের মধ্যে যখন অনিশ্চয়তা, উদ্বেগ দেখা দিয়েছে এমন সময় দেশে ফিরে এই প্রত্যয় জানালেন তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে তাঁকে প্রধানমন্ত্রী করা হবে বলে দলটির নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে।বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। সেখানে দলের শীর্ষস্থানীয় নেতারা তাঁকে
দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ https://www.comillarkagoj.com/news/212122 https://www.comillarkagoj.com/news/212122 Fri, 26 Dec 2025 01:33:58 UTC Fri, 26 Dec 2025 01:33:58 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690978.jpg দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন তারেক রহমান।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানবন্দরের লবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তিনি।ফোনালাপকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন তারেক রহমান। এ ছাড়া, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানান তিনি।এর আগে, বিমানবন্দরে জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে বিএনপির সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাপ ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।
দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ https://www.comillarkagoj.com/news/212121 https://www.comillarkagoj.com/news/212121 Fri, 26 Dec 2025 01:31:22 UTC Fri, 26 Dec 2025 01:31:22 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690995.jpg দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর সুদূর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট মহাসড়কে অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়। অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীকে তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।এছাড়া অভ্যর্থনা জানাতে আসা ঢাকা মহানগরীসহ সারাদেশের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ
আই হ্যাভ এ প্ল্যান: তারেক https://www.comillarkagoj.com/news/212120 https://www.comillarkagoj.com/news/212120 Fri, 26 Dec 2025 01:31:21 UTC Fri, 26 Dec 2025 01:31:21 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690963.jpg দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে ফেলার কথা তুলে ধরে সেটি বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দেশে ফেরার পর পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিংয়ের বক্তব্যের সঙ্গে মিলিয়ে তিনি বলেছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি’।সমবেত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “প্রিয় ভাই-বোনেরা, মার্টিন লুথার কিংৃ নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম।“আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে
মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান https://www.comillarkagoj.com/news/212119 https://www.comillarkagoj.com/news/212119 Fri, 26 Dec 2025 01:31:21 UTC Fri, 26 Dec 2025 01:31:21 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690942.jpg বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর প্রিয় মাতৃভূমির মাটি ছুঁয়ে দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিলেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট।বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে দলীয় নেতাকর্মী ও স্বজনদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হন। বাসের সামনে থেকে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন। তাদের সালাম দেন।এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন।আগে থেকেই রাখা বিশেষ গাড়িতে চড়েন তারেক রহমান। এরপর রওনা হন
হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত https://www.comillarkagoj.com/news/212118 https://www.comillarkagoj.com/news/212118 Fri, 26 Dec 2025 01:31:20 UTC Fri, 26 Dec 2025 01:31:20 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690888.jpg প্রেসবিজ্ঞপ্তি: হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের সম্মানিত বার্ষিক সাধারণ সভা যথাযথ মর্যাদা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় তা’মীরুল উম্মাহ আলিম মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সম্মানিত সভাপতি ডা. মেজর (অব.) এম এম নূরুস সাফী। সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি একেএম এমদাদুল হক মামুন, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক আক্তার হোসেন মনু এবং অধ্যাপক মোখলেছুর রহমান।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের কোষাধ্যক্ষ এএইচএম তরিকুল ইসলাম লিটন, সহকারী কোষাধ্যক্ষ হারুনূর রশিদসহ তা’মীরুল উম্মাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রাসেদুল হকসহ ট্রাস্টি সদস্যবৃন্দ।এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।বার্ষিক সাধারণ সভায় ট্রাস্টের বিগত বছরের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং ভবিষ্যৎ
কুমিল্লায় দুর্ঘটনার পর বাসে আগুন দিলো স্থানীয়রা https://www.comillarkagoj.com/news/212117 https://www.comillarkagoj.com/news/212117 Fri, 26 Dec 2025 01:31:18 UTC Fri, 26 Dec 2025 01:31:18 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690863.jpg রণবীর ঘোষ কিংকর।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে পথচারীর মৃত্যু ঘটে। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় বাস চাপায় পথচারী নিহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বাসটিকে ধাওয়া করে কোরপাই এলাকায় আটক করে বাসে অগ্নিসংযোগ করে। এসময় মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।নিহত ওই পথচারী কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল গ্রামের মো. সিরাজুল হক (৭৮)।স্থানীয় সূত্রে জানা যায়- পথচারী সিরাজুল হক চান্দিনা থেকে কাবিলা যান। সেখানে মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা গৌরীপুরগামী নিউ একতা পরিবহনের
ফসলি জমির টপসয়েল কর্তন ৫০ হাজার টাকা জরিমানা https://www.comillarkagoj.com/news/212116 https://www.comillarkagoj.com/news/212116 Fri, 26 Dec 2025 01:31:17 UTC Fri, 26 Dec 2025 01:31:17 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690840.jpg ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে কুমিল্লার লালমাইয়ে মৃত মোন্নাফ মিয়ার স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু বলেন, আইন অমান্য করে আবাদযোগ্য জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মনোহরপুর এলাকার এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কুমিল্লায় কুয়াশার চাদরে ঢাকা সূর্য: জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত https://www.comillarkagoj.com/news/212115 https://www.comillarkagoj.com/news/212115 Fri, 26 Dec 2025 01:31:16 UTC Fri, 26 Dec 2025 01:31:16 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690816.jpg কুমিল্লাজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে গেছে, ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি না কমলেও সর্বোচ্চ তাপমাত্রা কমে যাওয়ার কারণেই শীতের অনুভূতি তীব্র হচ্ছে।কুমিল্লা আদর্শ সদর উপজেলার আবহাওয়া ইনচার্জ সৈয়দ আরিফুজ্জামান 'দৈনিক কুমিল্লার কাগজ'-কে জানান, বৃহস্পতিবার (২৫, ডিসেম্বর) কুমিল্লায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।তিনি উল্লেখ করেন, গত বছরের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই থাকলেও বিপত্তি ঘটিয়েছে কুয়াশা। আজ দুপুর সাড়ে ১২টার আগে সূর্যের দেখা মেলেনি। ফলে দিনের সর্বোচ্চ
ব্রাহ্মণপাড়ায় প্রচন্ড শীতে বেড়েছে বিভিন্ন রোগ https://www.comillarkagoj.com/news/212114 https://www.comillarkagoj.com/news/212114 Fri, 26 Dec 2025 01:31:15 UTC Fri, 26 Dec 2025 01:31:15 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690804.jpg ইসমাইল নয়ন।।ব্রাহ্মণপাড়ায় শীতে বিভিন্ন রোগসহ ডায়রিয়াজনিত অসুস্থতা বেড়েছে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও চিকিৎসালয়ে বেড়েছে রোগী বৃদ্ধি। এ অসুস্থতায় আক্রান্ত রোগীদের মধ্যে অধিকাংশই শিশু ও বয়স্ক । এ দিকে চিকিৎসকরা বলেন, দেশে রোটা ভাইরাসের টিকার প্রয়োগ না থাকায় প্রতিবছরই এই মৌসুমে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এর ফলে আক্রান্ত রোগীদের ডায়রিয়া, বমি, জ্বর, শ্বাসকষ্ট ও সর্দি-কাশি এবং পেটব্যথাজনিত অসুস্থতা দেখা দেয়। যার কারণে এ সময়টায় এই ভাইরাসে পাঁচ বছরের কম বয়েসী শিশুরা বেশি আক্রান্ত হয় এবং এ সময়টাতে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পায়। তবে শীতের এ সময়টাতে রোটা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, খাওয়ার আগে সাবান পানি
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনেবড়দিন উদযাপিত https://www.comillarkagoj.com/news/212113 https://www.comillarkagoj.com/news/212113 Fri, 26 Dec 2025 01:31:15 UTC Fri, 26 Dec 2025 01:31:15 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690783.jpg কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার ভোর থেকে কুমিল্লা রিভাইবেল ব্যাপ্টিষ্ট চার্চ ও সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চসহ গির্জা গুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জা, কেক কাটা, ক্রিসমাস ট্রি, রঙিন ব্যানারে দিনটি উদযাপন করা হয়। ভোর থেকে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের তাৎপর্য তুলে ধরে বিশেষ প্রার্থনা, প্রার্থনালয়গুলোতে ধর্মীয় গান, বাইবেল পাঠ ও শান্তির বাণী প্রচার করা হয়।কুমিল্লায় বড়দিনের সবচেয়ে জমজমাট উৎসব দেখা যায় নগরীর ধর্মসাগর এলাকার কুমিল্লা রিভাইবেল ব্যাপ্টিষ্ট চার্চে। যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অংশ নেন। এদিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা
আসন ভাগের আলোচনায় জামায়াত-এনসিপি, ঘোষণা ‘দুয়েক দিনের মধ্যেই’ https://www.comillarkagoj.com/news/212112 https://www.comillarkagoj.com/news/212112 Fri, 26 Dec 2025 01:07:59 UTC Fri, 26 Dec 2025 01:07:59 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690607.jpg নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তরফ থেকে ‘দুয়েক দিনের মধ্যে’ নির্বাচনি জোট গড়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দল দুটির নেতারা। এনসিপি ও জামায়াতের মধ্যে ৩০ আসন নিয়ে সমঝোতা হওয়ার গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর দল দুটির পক্ষ থেকে এমন আভাস এল।বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের ফেইসবুক পোস্টে লেখেন, “তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের, নেতাকর্মীদের আশাআকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা।“সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এর মধ্য দিয়ে
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন মাজার জিয়ারতের মাধ্যমে হাতী প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু https://www.comillarkagoj.com/news/212111 https://www.comillarkagoj.com/news/212111 Fri, 26 Dec 2025 01:07:58 UTC Fri, 26 Dec 2025 01:07:58 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690557.jpg কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে হাতী প্রতিকের প্রার্থী ও রিপাবলিকান পার্টির সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল হক মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে খুরুইল-বুটিয়াকান্দি দরবার শরীফে নিজ বাপ-দাদার রওজা জিয়ারত শেষে তিনি নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত বিভিন্ন দরবার শরীফের রওজা জিয়ারত ও দোয়া মুনাজাতের মাধ্যমে হাতী প্রতীকের গণ-সংযোগ শুরু করেন।নিজেকে খুরুইল দরবারের পীরজাদা হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, পারিবারিক ঐতিহ্যের কারণেই সকল দরবার শরীফের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে এবং সেই আধ্যাত্মিক টানেই তিনি রওজা জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী লড়াইয়ের সূচনা করেন। পর্যায়ক্রমে সোনাকান্দা, পীরকাশীমপুর, পান্ডুঘর ও দৌলতপুর দরবার শরীফের রওজা
দেশপ্রেম হোক দেশ গড়ার শক্তি https://www.comillarkagoj.com/news/212110 https://www.comillarkagoj.com/news/212110 Fri, 26 Dec 2025 00:56:04 UTC Fri, 26 Dec 2025 00:56:04 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/26/CK_1766690362.jpg পৌষের মিষ্টি সকাল। কুয়াশার চাদর সরিয়ে পূর্ব দিগন্তে সবে মাত্র উঁকি দিয়েছে ঝলমলে সূর্য। প্রকৃতির এমন আড়ষ্টতা জড়ানো দিনেই যেন জেগে উঠল পুরো বাংলাদেশ। রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষের অপেক্ষার অবসান হলো।তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র-সবখানে সাজ সাজ রব। দীর্ঘ দেড় যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজ ভূমিতে পা রাখলেন এই বাংলার ভূমিপুত্র, যাঁর বীরোচিত প্রত্যাবর্তনের অপেক্ষায় একটি জাতি দীর্ঘদিন ধরে ছিল অপেক্ষমাণ। আজ তাঁকে বরণ করে নিতে লোকে-লোকারণ্য রাজপথ। পুষ্পমাল্যের চেয়েও দামি চোখের পানি।জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস আর আনন্দাশ্রুতে মায়ের কোলে ফিরে এলেন একজন সন্তান, একজন বাবা এবং একজন প্রিয় অভিভাবক। তিনি আর কেউ নন-এই ৫৬ হাজার বর্গমাইলের অতন্দ্র প্রহরী,