
করোনাকালে কুমিল্লার মনোহরগঞ্জের দুস্থ-অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন দুবাই প্রবাসী তোফায়েল আহম্মদ। শুক্রবার তার ব্যক্তিগত অর্থায়নে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ৪ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এর আগেও তিনি ওই এলাকার বিভিন্ন গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক অনুদানসহ এলাকার বাসিন্দাদের বিভিন্ন ধরণের সহযোগিতা করেছেন।
জানা যায়, তোফায়েল আহম্মেদ বাইশগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ছেলে। তিনি বিভিন্ন উৎসব-আয়োজন এবং প্রাকৃতিক দুর্যোগকালে দুস্থ-অসহায় মানুষের পাশে থাকেন। এছাড়াও নিজ এলাকার বিভিন্ন গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক অনুদানসহ বিভিন্ন ধরণের সহযোগিতাও করে থাকেন তিনি। ইতোপূর্বে বাইশগাঁও বাজার মসজিদের উন্নয়নে ১০০ ব্যাগ সিমেন্ট, দুই লাইনের কার্পেট, ৫টি সিলিং ফ্যান, চৌকিদার বাড়ির মসজিদে ৫০ ব্যাগ সিমেন্ট, বড় বাড়ির মসজিদে ৫৩ হাজার টাকার থাই গ্রিল, খালাসী বাড়ির মসজিদে সাড়ে ৬ হাজার টাকার লোহার গ্রিল, বাজারে মোহাম্মদীয়া মাদ্রাসায় ৫০ ব্যাগ সিমেন্ট, নূরানী মাদ্রাসায় ৫০ ব্যাগ সিমেন্ট, পঞ্চায়েত বাড়ির হক মঞ্জিলের পাশে নতুন মসজিদে ৫০ ব্যাগ সিমেন্ট, আলীনকিপুর জয়নাল মোহাম্মদের মসজিদে ২০ হাজার টাকা এবং ভাউপুর মসজিদে ২০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন। সামাজিক কর্মকান্ডে প্রবাসী তোফায়েল আহম্মদের অগ্রণী ভূমিকায় উৎফুল্ল এলাকাবাসী।
প্রবাসী তোফায়েল আহম্মদের অর্থায়নে ৪ শতাধিক পরিবারে সুষম ভাবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল খাঁন, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন মানিক, স্থানীয় স্বেচ্ছাসেবক শাহীন আলম, আব্দুল আউয়াল, ইউসুফ ভূঁইয়া, আনোয়ার হোসেন প্রমুখ। এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।