
জহির শান্ত: কুমিল্লা সিটি করপোরেশন ও ১৭টি উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এদিন কুমিল্লা শহর এলাকায় আক্রান্ত হয়েছেন ১৪ জন। এ নিয়ে এ জেলায় ১ হাজার ৪১৪ জনের করোনা শনাক্ত হলো। গতকাল শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রদত্ত তথ্যে করোনা আক্রান্তের এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগের দিন শুক্রবার কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ১১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলো। একদিনের ব্যবধানেই হঠাৎ করে শনাক্তের পরিমাণ ব্যাপকভাবে কমেছে কুমিল্লায়। যদিও কারণ হিসেবে জানা গেছে, কুমেকের পিসিআর ল্যাব বন্ধ থাকায় এদিন নমুনা পরীক্ষার ফলাফল কম এসেছে। ফলে কমেছে আক্রান্তের সংখ্যাও।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৪ জন, আর্দশ সদর উপজেলায় ২, বুড়চিং ২, মুরাদনগর ২, লালমাই ১, লাকসাম ১ এবং দেবীদ্বার উপজেলায় ১জন করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা গেছে গতকাল কুমিল্লায় ৯৪টি নমুনার ফল এসেছে। এর মধ্যে পজেটিভ এসেছে ২৬টি নমুনা। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ১ জন ও দেবীদ্বারের ২ জন পুরাতন পজেটিভ আছেন। বাকী ২৩ জন নতুন আক্রান্ত। এগুলো সবই ১ জুন নেওয়া নমুনার ফল।
গতকাল কুমিল্লা কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত হয়েছেন ১৪জ। এর মধ্যে পুলিশ লাইনের একজন. রেইসকোর্সের ৩ জন, ভাটপাড়ার একজন, শাহসুজা মসজিদ এলাকার একজন, ঝাউতলার একভবনের আগের একজনসহ ৪জন, ঝাউতলা একে শামসুল হক রোডের এক চিকিৎসকসহ দুই জন, ট্যাক্স অফিসের দুই জন, করোনায় আক্রান্ত হয়েছেন। সদরের আলেখারচর দূর্গাপুরের এক নারী, চাঁনপুরের এক প্রবীন ব্যক্তির করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
গেলো ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও করোনা সংক্রমণের শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন। তিনি বলেন, কুমিল্লায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। বেশি আক্রান্ত বাড়ছে সিটি করপোরেশন ও চৌদ্দগ্রামে। স্বাস্থ্যবিধি না মানলে এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।