
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন এবং করোনার লক্ষণ উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা, সাজেদা খাতুন ৭ জুন সকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সেন্টারের আইসিইউতে থাকা করোনা পজেটিভ কুমিল্লার দেবীদ্বারের সাইফুর রহমান (৩০), কুমিল্লার বরুড়ার আবু সায়েম (৪০), কুমিল্লার মুরাদনগরের গুঞ্জরের তাহের (৬৫) মারা গেছেন। এছাড়া করোনার লক্ষণ উপসর্গ নিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের গোবিন্দপুরের ফিরোজা বেগম (৪৮), কুমিল্লার সদর দক্ষিণের প্রতকপুরের ইসহাক মিয়া(৪১) মারা গেছেন।
সহকারি পরিচালক ডা, সাজেদা খাতুন আরো জানান, করোনায় আক্রান্ত হয়ে আরো ২৯ জন করোনা ওয়ার্ডে, ৩ জন আইসিইউতে এবং ২৭ জন করোনার লক্ষণ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিসাধীন আছেন।
উল্লেখ্য, এর আগে ৬ জুন শেষ ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন মারা যান। এ দিন ঢাকা ও কুমিল্লা মিলিয়ে কুমিল্লার ৭ বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে এবং করোনার লক্ষণ নিয়ে ৮জনসহ মোট ১৫ জন মারা যান।