
রনবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনায় বদলী জনিত বিদায়ী ওসি মো. আবুল ফয়সল কে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার (৮ আগস্ট) দুপুরে চান্দিনা থানা পুলিশের উদ্যোগে থানা মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
এসময় বক্তৃতা করেন- দাউদকান্দি ও চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল, পুলিশ পরিদর্শক (তদন্ত) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, মাইজখার ইউপি চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান, দৈনিক সংবাদ প্রতিনিধি প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, এস. আই মো. গিয়াস উদ্দিন, এস.আই ডালিম কুমার মজুমদার, এএস আই ওয়াহিদুল আলম, পুলিশ কনস্টেবল মো. সায়েম প্রমুখ। এসময় চান্দিনা থানার সকল অফিসার, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।