তিতাসে মুজিববর্ষ উপলক্ষ্যে গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ উদ্বোধন
Published : Wednesday, 7 October, 2020 at 12:50 AM
কবির হোসেন,তিতাস:
কুমিল্লার তিতাসে মুজিববর্ষ উপলক্ষ্যে “মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ স্লোগানকে প্রতিপাদ্য করে গ্রামীণ সড়কের মাসব্যাপী রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইঞ্জিনিয়ার কাশেম সড়কের কাজ শুরুর মাধ্যমে উপজেলাব্যাপী রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী মুহিব উল্লাহ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান ভূইয়া, সহ: প্রকৌশলী জাহিদ হাসানসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।