Published : Thursday, 26 November, 2020 at 12:00 AM, Update: 26.11.2020 1:13:10 AM

ফারুক
আল শারাহ: কুমিল্লায় একদিনে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা আরো ৮ জন বেড়ে
৮,৪৫৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৩৪ জন। আক্রান্তদের
মধ্যে সুস্থ হয়েছেন ৭,৪৯১ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত
তথ্যে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) কুমিল্লায় ২৩টি নমুনার রিপোর্ট আসে।
আগত রিপোর্টে ৮ জনের পজিটিভ ও ১৫টি নেগেটিভ। আক্রান্তদের মধ্যে সিটি
করপোরেশন ৫ জন, মুরাদনগর ১ জন, দেবিদ্বার ১ জন ও আদর্শ সদর উপজেলার ১ জন।
জেলায় একদিনে করোনায় আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। একই সময়ে সুস্থ
হয়েছেন ৬ জন। তারা সকলে সিটি করপোরেশন এলাকার।
সূূত্রে জানা যায়,
বুধবার (২৫ নভেম্বর) কুমিল্লা জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ১২৮ জনের। এ
পর্যন্ত জেলায় সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ৪৩,৯৮৫টি। তার মধ্যে রিপোর্ট
এসেছে ৪৩,৫৭৭টি। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন ৪০৮টি। প্রাপ্ত রিপোর্টে পজিটিভ
৮,৪৪৫ জন এবং নেগেটিভ ৩৫,১৩২টি। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৩৪ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭,৪৯১ জন। এখনো হোম আইসলোশান ও হাসপাতালে
চিকিৎসাধীন ৭২০ জন।
কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ
মেরাজ চৌধুরী বলেন, করোনাভাইরাস থেকে পরিত্রাণ পেতে স্বাস্থ্যবিধি মেনে
চলার বিকল্প নেই। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদেরকে তা মেনে
চলতে উদ্বুদ্ধ করতে হবে। সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে করোনা পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনা সম্ভব।