Published : Friday, 27 November, 2020 at 12:00 AM, Update: 27.11.2020 1:04:46 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাে সরকারি নির্দেশনা
অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিদিন নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এসব
অভিযানে মাস্ক না পরার দায়ে অনেককেই জরিমানা করা হয়।
নিয়মিত অভিযানের
অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী
ম্যাজিস্ট্রেট জনি রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময়
মাস্ক না পরা পথচারী, যাত্রী, ক্রেতা ও বিক্রেতাদের বেশ কয়েকজনকে ১ শ' থেকে
দু'শ টাকা করে জরিমানা করা হয়। রিক্সা চালক, আটোচালক যাদের মাস্ক নেই
তাদের মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সম্পর্কে সচেতন করা হয়।
নির্বাহী
ম্যাজিস্ট্রেট জনি রায় জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে জেলা
প্রশাসক মহোদয়ের নির্দেশে অভিযান পরিচালনা করছি। প্রতিদিন নগরীতে আমাদের
৫টি টিম কাজ করে আসছে। আজকে মোট ১৫টি মামলায় ২৫'শ টাকা জরিমানা করা হয়েছে।