Published : Sunday, 29 November, 2020 at 12:00 AM, Update: 29.11.2020 1:59:32 AM

হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার
মুরাদনগর উপজেলার শ্রীকাইল (মকলিশপুর) গ্যাস ক্ষেত্রের ৪ নম্বর কূপটি
আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জাতীয় গ্রীডে গ্যাস
সরবরাহ ফিতা কেটে উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব,
বিজিএফসিএল’র চেয়ারম্যান মো. আনিছুর রহমান। তিনি জানান, ইস্ট-৪ গ্যাস
ক্ষেত্র থেকে আগে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা
হতো। বর্তমানে নতুন এই কূপটি আবিস্কারের ফলে এখান থেকে প্রতিদিন গড়ে আরো ২২
থেকে ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব ।
যা আগের তুলনায় দৈনিক অন্তত ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন বেড়েছে। এছাড়া
ইস্ট-১ নবীনগর কূপে যে পরিমান গ্যাস মজুদ আছে তা উত্তোলন শুরু হলে দৈনিক
১০-১২ মিলিয়ন ঘনফুট করে ১৫ বছর গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
এর আগে ৫৫
দিন ধরে বাপেক্স পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গত ২০ নভেম্বর সন্ধ্যায় ইস্ট-৪
নতুন গ্যাস স্তরে ৩০-৪০ হাজার বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ নিশ্চিত করেন।
বাপেক্সের
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ,
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব গুলনার নাজমুন নাহার।
অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, সহকারী কমিশনার
(ভূমি) সাইফুল ইসলাম কমল, বাপেক্সের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ
শাহজাহানসহ পেট্রোবাংলা ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্যাসফিল্ড
ইনচার্জ প্রকৌশলী মোঃ শাহজাহান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ২০১৩ সালের
জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে উদ্বোধনের মাধ্যমে প্রথম গ্যাস
উত্তোলন শুরু করা হয়। তখন এ কূপের উপরের স্তর থেকে প্রতিদিন ৬০-৭০ লাখ
ঘনফুট গ্যাস উত্তোলন হয়েছিল। এখন ওই স্তরটি বন্ধ করে নতুন স্তর থেকে গ্যাস
উত্তোলন শুরু হয়েছে। যা থেকে বর্তমানে দৈনিক ২০ মিলিয়ন (২ কোটি ঘনফুট)
গ্যাস উত্তোলন হবে। বিদেশ থেকে আমাদের বিপুল পরিমান তরল প্রাকৃতিক গ্যাস
(এলএনজি) আমদানি করতে হয়। এই নতুন কূপের গ্যাস যদি এলএনজি খাতে ব্যবহার করা
যায় তাহলে বিপুল পরিমানে রাজস্ব আয় সম্ভব হবে। তিনি আরো বলেন, টানা ৫৫ দিন
অনুসন্ধানের পর শ্রীকাইল গ্যাস ফিল্ডের ৪নং কূপে গ্যাসের নতুন স্তরের
সন্ধান পাওয়া যায়। নতুন স্তরে অন্তত ৩ হাজার থেকে ৪ হাজার কোটি ঘনফুট গ্যাস
থাকতে পারে।