
শাহীন আলম , দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে করোনা প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করেছে মানবিক সংগঠন হ্যালো ছাত্রলীগ। মঙলবার দুপুরে দেবিদ্বার সদরের বিভিন্ন স্পটে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ও হ্যালো ছাত্রলীরে কর্ণধার মো. আবু কাউছার অনিকের নেতৃত্বে হ্যালো ছাত্রলীগের নেতা কর্মীরা বিভিন্ন দোকানপাটের ব্যবসায়ী, রিক্সাচালক, দুস্থ পথচারীসহ যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. হোসাইন আহমেদ, আমিনুল ইসলাম সুমন, এসএ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. কাজী শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুউদ্দিন, প্রণব দাস, পৌর ছাত্রলীগের সহ সভাপতি মো. নাজমুল হাসান, মো. সাব্বির আহমেদ পলাশ, উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রাতুল রহমান আশিক, মো. আহমেদ শুভ, মো. আমির হোসেন, কামরুজ্জামান শুভ প্রমুখ।
এসময় হ্যালো ছাত্রলীগের কর্ণধার মো. আবু কাউছার অনিক কুমিল্লার কাগজকে বলেন, এখনও অনেক মানুষের মাঝে করোনা বিষয়ে সচেতনতা আসেনি। তারা অবাধে মাস্ক ছাড়া বাহিরে ঘুরাফেরা করছেন। প্রশাসনের পক্ষ থেকে বারবার জরিমানা করা হলেও তা বন্ধ করা হলেও কেউ সচেতন হচ্ছে না। হ্যালো ছাত্রলীগ করোনাকালীস সময়ে মানুষর পাশে ছিলো সবসময়ই মানুষের পাশে থাকবে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেবিদ্বারের বিভিন্ন স্পটে মাস্ক বিতরণ করেছে হ্যালো ছাত্রলীগ।
ইউএনও রাকিব হাসান কুমিল্লার কাগজকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় জরিমানা করা হয়েছে। তবুও কিছু মানুষ এখনও অসচেতন। তারা করোনা সর্ম্পকে জানার পরও মাস্ক ছাড়া বের হচ্ছে। হ্যালো ছাত্রলীগ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে এটা জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি হবে বলে আমি মনে করি।