‘আহারে জীবন আহা জীবন!’
Published : Wednesday, 2 December, 2020 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় ৯ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করা জান্নাতুল
হাসিনের ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, জীবন নিয়ে তিনি বেশ বিমর্ষ ছিলেন। গত
১২ অক্টোবর নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করে তিনি লেখেন ‘আহারে জীবন- আহা
জীবন!...
এরপর ১৫ অক্টোবর দীর্ঘ এক পোস্ট লেখেন তিনি। সেখানে লেখেন- ‘আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করেছি- এই জীবনে আমি আসলে কি চাই?
আমি নিজেকে প্রশ্ন করেছিলাম... উত্তরও পেয়েছিলাম... খেয়ে পড়ে সুস্থভাবে মানসিক শান্তি নিয়ে বাঁচতে চাই।
মানসিক শান্তির জন্য কি অনেক কিছুই লাগে? একদমই নাহ!...’
তিনি
আরো লেখেন, কোনো একটা রাতে ঘুমানোর ঠিক আগে চোখ বুজে নিজেকে প্রশ্ন করতে
হবে, আমি কি এই জীবনটাই চেয়েছিলাম, আমি কি ভালো আছি?’ উত্তরটা যদি ‘হ্যাঁ’
হয়, সেই মুহূর্ত থেকে পৃথিবীর সমস্ত খোঁচা, প্রত্যাশা আর তুলনা ভুলে গিয়ে
ঐভাবে বাঁচতে হবে। উত্তরটা যদি ‘না’ হয়, তাহলে নিজেকেই আবার প্রশ্ন করতে
হবে। আমি কি চাই, কি করলে আমি ভালো থাকবো...
‘আমার স্বপ্নটা যেমন আকাশ
সমান, বাকিদের স্বপ্নও ঠিক তাই... সব আকাশের উচ্চতা মিলবে না... সব আকাশই
অসীম। কার আকাশ বড় আর কার আকাশই বা ছোট, সে তুলনা বড্ড অর্থহীন....