Published : Monday, 7 December, 2020 at 12:00 AM, Update: 07.12.2020 12:36:51 AM

ফারুক আল শারাহ:
কুমিল্লায়
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরো ১ জন মৃত্যুবরণ করেছেন। এ
নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে দাঁড়িয়েছে। জেলায় নতুন করে আরো ৮
জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে জেলায় করোনায় সংক্রমিতের সংখ্যা হলো ৮,৬৩৬
জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭,৭২৩ জন।
জেলা সিভিল সার্জন
কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, রবিবার (৬ ডিসেম্বর) কুমিল্লায় ৫৮টি
নমুনার রিপোর্ট আসে। আগত রিপোর্টে ৮ জনের পজিটিভ ও ৫০টি নেগেটিভ।
আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন ৬ জন, আদর্শ সদর ১ জন ও চৌদ্দগ্রাম
উপজেলার ১ জন।
জেলায় একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। ৪৪ বছর বয়সী নারীর বাড়ি সিটি করপোরেশন এলাকায়।
জেলায়
একদিনে ১৪৪ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। তাদের মধ্যে সিটি
করপোরেশন ২৩ জন, চৌদ্দগ্রাম ৫০ জন, লাকসাম ৩৭ জন, বুড়িচং ২৮ জন ও নাঙ্গলকোট
উপজেলার ১ জন।
সূূত্রে জানা যায়, রবিবার (৬ ডিসেম্বর) কুমিল্লা
জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩৪টি। এ পর্যন্ত জেলায় সর্বমোট নমুনা সংগ্রহ
হয়েছে ৪৫,০২৬টি। তার মধ্যে রিপোর্ট এসেছে ৪৪,৪০০টি। এখনো রিপোর্ট
প্রক্রিয়াধীন ৬২৬টি। প্রাপ্ত রিপোর্টে পজিটিভ ৮,৬৩৬ জন এবং নেগেটিভ
৩৫,৭৬৪টি। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৪৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ
হয়েছেন ৭,৭২৩ জন। এখনো হোম আইসলোশান ও হাসপাতালে চিকিৎসাধীন ৬৬৮ জন।
কুমিল্লা
জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, করোনাভাইরাস
থেকে পরিত্রাণ পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। নিজে
স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদেরকে তা মেনে চলতে উদ্বুদ্ধ করতে
হবে। সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা
সম্ভব।