Published : Thursday, 10 December, 2020 at 12:00 AM, Update: 10.12.2020 12:26:11 AM

ইসমাইল নয়ন।।
আসছে
১০ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মনপাড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদে
চেয়ারম্যান পদে উপ- নির্বাচন । স্থানীয়রা বলছেন, নৌকা ও আনারস প্রতীকের
মধ্যেই হবে ভোটের লড়াই। উপজেলা জুড়ে প্রার্থী ও প্রার্থীর সমর্থকদের চলছে
তোড়জোড় প্রচারণা।
ব্রাহ্মণপাড়া উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ
সমর্থিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন
দুই-বারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও ব্রাহ্মনপাড়া উপজেলা আওয়ামী লীগের
সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খাঁন চৌধুরী। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে
আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু
তাহেরের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব
মোঃ আবু জাহের।
উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে নির্বাচনকে সামনে
রেখে প্রার্থী ও প্রার্থীর সমর্থকদের তোড়জোড় প্রচারণা। ভোটারদের বাড়ি বাড়ি
গিয়ে প্রতিশ্রুতি দিয়ে চাওয়া হচ্ছে ভোট। নিজস্ব প্রার্থী ও প্রতীকের নামে
চলছে স্লোগান।
এ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসব মুখর
পরিবেশ তৈরি হয়েছে ইতোমধ্যেই। সকল ভোটারদের একটাই দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ
নির্বাচন। তারা তাদের ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত
করতে চান।
উল্লেখ্য, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ
আবু তাহেরের মৃত্যুতে শূন্য হওয়া পদটি পূরনের লক্ষ্যে এ উপ-নির্বাচন
অনুষ্ঠিত হতে যাচ্ছে।