Published : Tuesday, 15 December, 2020 at 12:00 AM, Update: 15.12.2020 1:31:21 AM

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর (জগতপুর) যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। সোমবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লালমাই উপজেলার হরিশ্চর (জগতপুর) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্য মো. আবদুল মমিন (৫৫) লালমাই উপজেলার পশ্চিম পেরুল গ্রামের বাসিন্দা ছিলেন।
লালমাই হাইওয়ে থানার ওসি মো: জিয়াউল হক চৌধুরী দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষীপুর জেলার রামগঞ্জ থেকে ছেড়ে আসা আল-বারাকা পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে লালমাই উপজেলার হরিশ্চর (জগতপুর) এলাকায় ওই সেনা সদস্যের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল সড়কের পাশে পড়ে ঘটনাস্থলে আরোহী নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারকে খবর দেয়ার পর তারা এসে মরাদেহ নিয়ে যায়।