Published : Tuesday, 15 December, 2020 at 12:00 AM, Update: 15.12.2020 1:31:25 AM

নিজস্ব প্রতিবেদক: নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এই স্লাগানকে সামনে রেখে গতকাল সকাল ১১টায় কুমিল্লা ২১নং ওয়ার্ড মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস ২০২০ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। ২১নং ওয়ার্ড এর কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান এর সভাপতি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২বার নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। তিনি তার বক্তব্য বলেন, কুমিল্লা শহরকে নিয়ে শুধু আমি কাজ করছি না কুমিল্লার জন্য কাজ করার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে মন্ত্রী, এমপি। বিশেষ করে এলজিডি মন্ত্রী কুমিল্লাকে নিয়ে। বেশি চিন্তাভাবনা করছে, অবশেষে আজকের এই অভিযান উদ্বোধন করার মাধ্যমে জানিয়ে রাখতে চাই শহরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অবহ্যাত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু। কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ সফিউল আলম বাবুল।
অভিযান, আলোচনা, র্যালির আগে মুক্তিযোদ্ধাদের উত্তরী প্রদান করে কাউন্সিলর মাহবুব রহমান এবং বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনার জন্য দোয়া করা হয়।