ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সূচিতে ১২ মাসই ব্যস্ত ভারত
Published : Saturday, 2 January, 2021 at 12:00 AM
করোনার কারণে বাণিজ্য, পর্যটন, ক্রীড়াঙ্গনসহ সব েেত্রই স্থবিরতা নেমে আসে। করোনার মধ্যে বেশ কিছু ক্রিকেট সিরিজ মাঠে গড়ালেও অধিকাংশই হয়েছে স্থগিত। নতুন বছরে তাই ঠাসা সূচি ক্রিকেটারদের। করোনার কারণে নতুন বছরে নির্ধারিত সিরিজগুলো হবে কিনা বলা দুস্কর। তবে আশা দেখতে দোষ কী।
নতুন আশা নিয়েই ভারত তাই সাজিয়েছে নতুন বছরে তাদের ক্রিকেট সূচি। ওই সূচি অনুযায়ী, ১২ মাসই ক্রিকেট খেলতে হবে কোহলি-রোহিতদের। কোয়ারেন্টাইনের কড় শর্ত মেনে এতোগুলো সিরিজ খেলা অবশ্য সহজ নয়।
বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় খেলছে সিরিজ। পূর্ণাঙ্গ ওই সিরিজের এখনও বাকি দুই টেস্ট। দেশে ফিরে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপে করোনাকালে দেশের মাটিতে প্রথম সিরিজ খেলবে ভারত। চার টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শেষ করতে লেগে যাবে মার্চের প্রায় পুরোটা।
এপ্রিল-মে'তে ভারত ঘরের মাঠে আয়োজন করতে চাই আইপিএল। করোনার কারণে সর্বশেষ আইপিএলের আসর বসেছে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু আইপিএলের প্রকৃত সূচি মূলত এপ্রিলে। নিউ নরমাল সময়ে ভারত তাই এপ্রিল এবং মে'তে ব্যস্ত থাকবে ওই টুর্নামেন্ট নিয়ে। এই সময় পাকিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলংকা, আয়ারল্যান্ড ছাড়া আন্তর্জাতিক সিরিজ হওয়ার সম্ভাবনা কম।
আইপিএল শেষ করে ভারতীয় দল জুন-জুলাইয়ের বড় অংশ জুড়েই থাকবে শ্রীলংকায়। ম্যান ইন ব্লুসরা শ্রীলংকার বিপে খেলবে তিন ম্যাচের ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। এরপর শ্রীলংকার মাটিতেই হওয়ার কথা টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ।
আগস্ট-সেপ্টেম্বরে ভারতীয় দল যাবে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। ওই সিরিজটাও নেবে প্রায় দেড় মাস। এরপর অক্টোবরে বিশ্বকাপের আগে ঘরের মাঠে দণি আফ্রিকার বিপে টি-২০ সিরিজ খেলবে ভারত। টি-২০ বিশ্বকাপের আসর বসবে অক্টোবরের মাঝামাঝি। শেষ হবে নভেম্বরে। এরপর নভেম্বরেই নিউজিল্যান্ডের বিপে সিরিজ কোহলিদের। ওই সিরিজ শেষ করে ডিসেম্বরে ভারতের দণি আফ্রিকা সফর। যেখানে তিনটি টেস্ট এবং তিনটি টি-২০ খেলার কথা তাদের।