নেট বোলার থেকে ভারতের টেস্ট দলে
Published : Saturday, 2 January, 2021 at 12:00 AM
স্বপ্ন
কি সত্যি হয়? টি নটরাজের স্বপ্ন যেভাবে সত্যি হয়ে চলেছে, সেটাও হয়তো
স্বপ্নের মতোই লাগছে তার। আইপিএলে নজর কেড়ে অস্ট্রেলিয়া সফরে নেট বোলার
হিসেবে গিয়েছিলেন। ক্যানবেরায় সিরিজের শেষ ওয়ানডেতে আচমকা সুযোগ পেয়ে যান,
করেন পারফর্মও। এরপর খেলেছেন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পুরোটাই।
এবার
টেস্ট দলেও ঢুকে পড়লেন ২৯ বছর বয়সী বাঁহাতি এই পেসার। অস্ট্রেলিয়ার বিপে
বাকি দুই টেস্টের ভারতীয় দলে ডাকা হয়েছে নটরাজনকে। উমেশ যাদবের চোটে কপাল
খুলেছে তার।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বলেছে,
‘(উমেশ) যাদবের পরিবর্তে টি নটরাজনের নাম ঘোষণা করেছেন নির্বাচক কমিটি।
বক্সিং ডে টেস্টের আগে মোহাম্মদ শামির বদলে টেস্ট দলে শার্দুল ঠাকুরকে
অন্তর্ভুক্ত করা হয়েছিল। শামির ডান হাতে সূক্ষ্ম চিড় ধরা পড়ে। চোট সারানোর
জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবেন শামি এবং উমেশ।’
গত ২
ডিসেম্বর ক্যানবেরায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের শেষ ওয়ানডেতে
অভিষেক হয় নটরাজনের। আগের দুই ওয়ানডে হেরে আগেই সিরিজ খুইয়ে বসেছিল
সফরকারিরা। সম্মান বাঁচানোর লড়াইয়ে ভারত ১৩ রানের জয় পায়, যাতে অবদান ছিল
অভিষিক্ত নটরাজনেরও। ৭০ রানে ২ উইকেট নেন এই পেসার।
এরপর তিন
টি-টোয়েন্টির প্রতিটিতেই খেলেছেন, উইকেটও নিয়েছেন প্রতি ম্যাচে।
টি-টোয়েন্টি সিরিজে মোট ৬ উইকেট পান নটরাজন। ফলে নির্বাচকদের মনে ভালোভাবেই
জায়গা করে নেন বাঁহাতি এই পেসার।
এবার টেস্ট অভিষেকের অপো। তবে দলে
অন্তর্ভুক্ত হলেও সিডনিতে তৃতীয় টেস্টে নটরাজনের খেলার সম্ভাবনা কম বলে
জানা গেছে। উমেশের বদলে শার্দুল ঠাকুরকে এই টেস্টে খেলানো হবে বলে ইঙ্গিত
দিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির ঘনিষ্ঠ এক সূত্র।